বিশ্ব দুগ্ধ দিবস’১৫ উপলক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন সার্জারি, এন্ড অবস্টেট্রিক্স বিভাগের উদ্যোগে আজ বিনামূল্যে গবাদি প্রাণীর চিকিৎসা প্রদান ও দুগ্ধ খামারিদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের (বরিশাল ক্যাম্পাস) পাশে চাদপাশা ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচিতে অত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড মো সেলিম আহমেদ, সহকারী অধ্যাপক ড দিব্যেন্দু বিশ্বাস, ড মোঃলালমদ্দিন মোল্লা, ড অসীত কুমার পালের সমন্নয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয়।
মেডিকেল টিম টি অত্র এলাকার সাধারন মানুষদের গরু –ছাগল সহ বিভিন্ন গবাদি দুগ্ধ সহ নানা রকম প্রাণীর চিকিৎসা ও ঔষধ প্রদান করেন। আগত সাধারন মানুষদের নতুন করে ডেইরি ফার্ম স্থাপনের ও পরামর্শ দেয়া হয়। অত্র এলাকার বাসিন্দা মো নূর আলম চৌধুরী বলেন, “ মোরা স্যার অনেক কিছুই জানি না, আপনেরা যদি আমাগো একটু পরামর্শ দেন তইলে মোরাও অনেক খামার করতে পারমু”
উক্ত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রবীর কুমার মিত্র,ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন,পবিপ্রবি শাখার নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কর্মকর্তা – কর্মচারী বৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের ৯ম সেমিস্টারের ছাত্র-ছাত্রী সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য প্রায় অর্ধ শতাধিক গরু-ছাগল এর চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়।
Vetsbd Livestock related only Bangla blog

