আমি গত ৯ দিন আগে ২২ দিন বয়সী ২০০ কোয়েল পাখির বাচ্চা কিনেছি।
খাবার হিসেবে স্টার্টার পোল্ট্রি ফিড দিচ্ছি বিপাকীয় শক্তি ৩১০০ কিলোক্যালরি/কেজি।
বাচ্চা গুলো খুব ভাল বেড়ে উঠছে।
কিন্তু সমস্যা হচ্ছে কয়েকটা বাচ্চা হাটতে পারছে না।
পায়ে ভর করে দাঁড়াতে পারে না।
প্রথমে একটা বাচ্চার হয়েছে,কিন্তু বাচ্চাটা মারা যাচ্ছে না।যদিও যথেষ্ট খাবার/পানি সে পায়না।
কিন্তু ধিরে ধিরে অন্য বাচ্চাগুলার ও এই রকম অবস্থা হয়ে যাচ্ছে।
এর কারন জানতে চাই।এবং কোনো রোগ হলে তার সুষ্ঠ পরামর্শ চাই।
Vetsbd Livestock related only Bangla blog
খুব সম্ভবত এটা ভিটামিন B1 এর অভাবে হচ্ছে। বাজারে অনেক ভিটামিন বি কমপ্লেক্স আছে। শুরুর দিকে ২দিন ২গ্রাম/১লিটার খাবার পানির সাথে এবং পরবর্তী ৩দিন ১গ্রাম/লিটার পানিতে সকালে খাওয়াতে পারেন। অনেক সময় ক্যালসিয়ামের অভাবেও এমনটি হতে পারে। সেক্ষেত্রে পানিতে ক্যালসিয়ামও প্রয়োগ করতে হবে। আশা করা যায় ঠিক হয়ে যাবে।