অর্গানোগ্রামের মামলা খারিজ হয়ে গেছ খবর পেলুম। আমার তো আনন্দে উদ্বেলিত হওয়ার কথা। কিন্তু কেন জানি কোন অজানা শংকায় বারবার শংকিত হচ্ছে মন। ১০ বছর আন্দোলন চালিয়ে জীবন বাজী রেখে যারা আমাদের আত্বসম্মানবোধ বাড়িয়ে ছিলেন কোর্ট থেকে রায় এনে ছিলেন আমাদের গরীব দুঃখী খামারীর গবাদিপ্রাণির সুচিকিৎসা নিশ্চিত করনের নতুন অর্গানোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে তা টিকে থাকবে তো? ১৭৫৭ সালের ২৩ জুন পলাশী আম্রকাননে শত শত বাঙ্গালী সেনার সামনে যেভাবে স্বাধীনতার লাল সূর্য অস্তমিত হয়েছিল মীরজাফরের উচ্চাভিলাশিতা ও বিশ্বাসঘাতকতায় সেইভাবে আবার আমরা পরাস্ত হতে যা্চ্ছি নাতো। তেমনটা না হোক। আমার শংকা মিথ্যা প্রমানিত হোক এটাই আমার ঐকান্তিক চাওয়া।
বিষয়বস্তুঅর্গানোগ্রাম ভেটেরিনারি পেশা মিথ্যা মামলা অরগানোগ্রাম
এটাও দেখতে পারেন
বিভিএ’র নবনির্বাচিত কমিটির বিগত এক মাসের অর্জন
এক মাস পূর্ণ করলো বিভিএ ২০১৭-২০১৮ কমিটি। কেমন ছিলো এই এক মাসের অগ্রযাত্রা ? কী …