অনেকের অনুরোধে ভেটসবিডির ইংলিশ সংস্করণ চালু হলো। বর্তমানে এর পরীক্ষামূলক সংস্করণ চলছে। ঠিকানা: http://en.vetsbd.com
ভেটেরিনারি শিক্ষা যেহেতু ইংরেজি মাধ্যম নির্ভর, তাই অনেকেই অনুরোধ করেছিলেন ভেটসবিডির ইংরেজি ভার্শন করার জন্য। তাই এই প্রয়াস। এটি সম্পূর্ণ সতন্ত্র একটি ওয়েবসাইট হবে। বাংলা ব্লগগুলোর ইংরেজি অনুবাদ খুব একটা থাকবে না বললেই চলে। তবে একটি বিষয়কে খুব গুরুত্ব দেয়া হয়েছে, আর তা হলো বাংলা এবং ইংরেজি দুটি ওয়েবসাইটের জন্য পাঠককে যেন আলাদা করে রেজিষ্ট্রেশন করতে না হয়। যেকোন একটিতে রেজিষ্ট্রেশন করা থাকলেই তার ইউজার নেম আর পাসওয়ার্ড ব্যবহার করে যেকোনটিতে লগ ইন করা যাবে। এমনকি একটিতে লগইন করা থাকলে অন্যটিতে ব্রাউজ করার জন্য আবার লগইন করা লাগবে না।
যারা ইংরেজিতে লিখতে চান, তারা ভিজিট করুন http://en.vetsbd.com -এই ঠিকানায়। তবে ইংরেজি মাধ্যমে কোন অবস্থাতেই Plagiarize করা যাবে না।
ভেটসবিডি’র ভবিষ্যৎ পরিকল্পনাঃ
ক্যারিয়ার বা চাকরি খোঁজার জন্য আলাদা একটি পোর্টাল তৈরি করা, যেখানে আপনারা আপনাদের CV তৈরি করতে পারবেন, পাবেন ক্যারিয়ার সম্পর্কীত নানা পরামর্শ। ঠিকানা হতে পারে jobs.vetsbd.com।
ভেটেরিনারি ইবুক নিয়েও একটি পোর্টাল চালুর ইচ্ছে আছে, যেটার ঠিকানা হতে পারে books.vetsbd.com
জার্ণাল প্রকাশের অনুরোধ পেয়েছিলাম, দেখা যাক কতদূর যেতে পারি…