Shared from: www.samakal.net
দীর্ঘ গবেষণা শেষে নতুন দুই জাতের উদ্ভাবিত মুরগি দেওয়া হয় ১৯ খামারিকে। প্রাথমিকভাবে বাণিজ্যিক উৎপাদনের জন্য তাদের মধ্যে বিতরণ করা হয় ৮৯ হাজার ২০০টি বাচ্চা। গড়ে ৪০ থেকে ৪২ দিন লালন-পালনের পর এগুলো থেকে ওই খামারিদের মোট আয়ের পরিমাণ প্রায় ৪৮ লাখ টাকা। আর জাত দুটির মৃত্যুহার গড়ে মাত্র এক থেকে দেড় শতাংশ।
Source: নতুন দুই জাতের মুরগি উদ্ভাবন | | Samakal Online Version
Vetsbd Livestock related only Bangla blog