Shared from: www.campuslive24.com
পবিপ্রবি লাইভ: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হলো ‘বিশ্ব ভেটেরিনারি দিবস- ‘১৫’। বরিশালের বাবুগঞ্জস্থ এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসন অনুষদের ‘ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন ( ভিএসএ) এসব কর্মসূচি আয়োজন করে।
সংগঠনের সাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির সদস্য সচিব মো. মুস্তাফিজুর রহমান পাপ্পু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। শনিবার সকাল ৯টায় দু’দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এরপর এক র্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে অনুষদীয় অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন প্রাণীর ছবি, পোস্টার, প্লাকার্ড ভিন্ন মাত্রার সৃষ্টি করে।
এরপর এবারের প্রতিপাদ্য বিষয় Vector borne Diseases With A Zoonotic Potentialএর উপর এক সেমিনার অনুষ্ঠিত হয় যেখানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা সিটি করপোরেশনের ভেটেরিনারি সার্জন ( খাদ্য ও নিরাপত্তা) ডা. পেরু গোপাল বিশ্বাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফডি আই এল, বরিশালের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. আব্দুল জব্বার শিকদার।…
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই অনুষদের এসোসিয়েট প্রফেসর ড. মো: সেলিম আহমেদ, ড মোঃ রুহুল আমিন, ড একেএম মোস্তফা আনোয়ার, ড. মো: আহসানুর রহমান রেজা, সহ-সভাপতি মো. রিয়াজ আল মাহমুদ প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও এসিসট্যান্ট প্রফেসর ডা মিল্টন তালুকদার।
বক্তব্য রাখেন এসিসট্যান্ট প্রফেসর ডা. মো. সাইদুর রহমান, ড. অসিত কুমার পাল, প্রাক্তন ছাত্র ও সাবেক ভিপি ডা. মো. খলিলুর রহমান, ডা. মো. রকিবুল ইসলাম রুবেল,ডা. মো. মসিউর রহমান প্রমুখ। পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক ও বিশ্ব ভেটেরিনারি দিবস- ‘১৫ আয়োজন কমিটির সদস্য সচিব মো. মুস্তাফিজুর রহমান।
বিকালে কেন্দ্রীয় মাঠে ছাত্র-ছাত্রী, শিক্ষকদের মধ্যে বিভিন্ন মজার খেলা-ধুলার আয়োজন করা হয়। সন্ধ্যায় অনুষদীয় অডিটোরিয়ামে ভেটেরিনারি পেশা সংশ্লিষ্ট “ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনী” অনুষ্ঠিত হয়।…
বিস্তারিত ►বর্ণাঢ্য আয়োজনে পবিপ্রবিতে ভেট দিবস উদযাপন ».