২২ শে ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়েগেল হাবিপ্রবি তে ভেটেরিনারি অনুষদের নবিণ দের বরণ করার আনুষ্ঠানিকতা। পৃথিবীর সর্ব বৃহৎ চিকিৎসা বিদ্যা প্রাণী চিকিৎসা,আর এরই অংশ হতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অন্যতম অনুষদ ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সাইন্স এর সদস্য হল ১২০ জন মেধাবী তরুণ তরুণী।সকাল ১০ থেকে ১২ পর্যন্ত চলে বিশ্ববিদ্যালয় এর সব অনুষদের নবিণ বরণ।এর পর বেলা ৩ থেকে ৫ পর্যন্ত এক দিক নির্দেশনা মুলক আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে
ভেটেরিনারি অনুষদ বরণ করে তাদের নবিণদের। এত সভাপতিত্ব করেন অত্র অনুষদের ভারপ্রাপ্ত ডিন মহাদয় ডা ফজলুল হক,আর শিক্ষদের মধ্য থেকে বক্তব্য রাখেন ডা মাহমুদুল হাসান পারভেজ, ডা আব্দদুল গাফফার,ড সালমা,ড বিথি,ডা ফারুক ডা হারুন উর রশিদ এবং প্রফেসর ড আব্দুল হামিদ।
বিষয়বস্তুওরিয়েন্টেসন হাবিপ্রবি হাবিপ্রবি নবিণ বরণ
এটাও দেখতে পারেন
Come Somministrare Correttamente le Iniezioni di Corticosteroidi
Le iniezioni di corticosteroidi sono un trattamento comune per molte condizioni inflamatorie e autoimmuni. Tuttavia, …