কৃষি কি তা জানো

আজ কৃষিবিদ দিবস। কিনতু অামরা যারা পশুর সাথে যুকত,
কেন জানি অামরা নিজে থেকে অনুভব
করতে পারি না, যে অামরা ও কৃষিবিদ। তাই
তো তেমন কোন উৎসাহ দেখা যায় না।
কৃষি বলতে যতটুকু জানি তাহচছে, মাঠ,নদী, পশু
তিনটাই। অার পএিকা গুলোও, এই দিনে ধান, চাল এর
খবর ছাড়া অার কিছু দেয় না। অার farmer
বলতে তারা কেবল চাষিদের কেই বুঝায়।
জানি না মানুষ কবে সঠিক ধারনা পাবে অার এ কাজটাই
বা কে করবে।
তাই অামার মতে কোন এক কৃষিবিদ দিবসের
সোলোগান হওয়া উচিত ”
জানো কৃষি কি তা জানো ”
তবে অামাদের দোষ ও
অামরা এরিয়ে যেতে পারি না। তাই সবার
কাছে অনুরোধ, কৃষির সঠিক ধারনা যেন, যতটুকু
পারে জেনে তা জানিয়ে দেয়।


লেখকঃ DR. Shamanto

Graduated From Sher-e-Bangla Agricultural University as a Vet. Now working as a technical service executive in New Hope Agrotech Bd Ltd.

এটাও দেখতে পারেন

esta tienda online 1

Las 33 Mejores Tiendas Online En Las Que Comprar Como la mayoría, nos permite devoluciones …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.