আজ কৃষিবিদ দিবস। কিনতু অামরা যারা পশুর সাথে যুকত,
কেন জানি অামরা নিজে থেকে অনুভব
করতে পারি না, যে অামরা ও কৃষিবিদ। তাই
তো তেমন কোন উৎসাহ দেখা যায় না।
কৃষি বলতে যতটুকু জানি তাহচছে, মাঠ,নদী, পশু
তিনটাই। অার পএিকা গুলোও, এই দিনে ধান, চাল এর
খবর ছাড়া অার কিছু দেয় না। অার farmer
বলতে তারা কেবল চাষিদের কেই বুঝায়।
জানি না মানুষ কবে সঠিক ধারনা পাবে অার এ কাজটাই
বা কে করবে।
তাই অামার মতে কোন এক কৃষিবিদ দিবসের
সোলোগান হওয়া উচিত ”
জানো কৃষি কি তা জানো ”
তবে অামাদের দোষ ও
অামরা এরিয়ে যেতে পারি না। তাই সবার
কাছে অনুরোধ, কৃষির সঠিক ধারনা যেন, যতটুকু
পারে জেনে তা জানিয়ে দেয়।
এটাও দেখতে পারেন
বন্যা কবলিত এলাকার প্রাণিদের জন্য করণীয়
আমাদের দেশের উত্তরাঞ্চল অর্থাৎ কুড়িগ্রাম লালমনিরহাটে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবস্থা বিরাজ করছে। প্রায় সকলের বাড়িতেই পানি …
Vetsbd Livestock related only Bangla blog