পুষ্টি চাহিদা পূরণ ​​ও অর্থনৈতিক উন্নয়নে পোলট্রিশিল্প

Shared from: www.prothom-alo.com


গত ২৮ জানুয়ারি ২০১৫ প্রথমআলোর আয়োজনে ‘পুষ্টিচাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়নে পোলট্রিশিল্প’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে ক্রোড়পত্রে ছাপা হলো…

ফেসবুকে আমার এক বন্ধু মইন আলোচকদের তালিকা দেখে লিখেছেনঃ

ভেট ও প্রাণী পুষ্টিবিদরা সব গেল কই??? শুধু সাত্তার মন্ডল স্যার ও ডিজি স্যার, তাও বাই পোস্টে। আর তো কাউকে দেখি না।

“আমার কাছে ভেটদের এ (গোঁরা) এবং এএইচদের বি (ঘোলা জলে মাছ শিকার) মনে হয়। প্রাণিসম্পদ সেক্টরে বিশেষ করে পাবলিক হেলথ সম্পর্কিত এজেন্ডা বাস্তবায়নে, যেখানে এ বা বি নয়, সবসময় সি (ঢাবির শিক্ষক বা ডাক্তাররা) সামরিক শাসনের মতো রাজত্ব করে”

বিস্তারিত পড়ুনঃ ►পুষ্টি চাহিদা পূরণ ​​ও অর্থনৈতিক উন্নয়নে পোলট্রিশিল্প

 

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

সম্ভাবনাময় পোল্ট্রি শিল্পঃনিয়ন্ত্রনহীন বাজার ব্যবস্থা

মাহ্ফুজুর রহমান বাংলাদেশ অপার সম্ভাবনার একটি দেশ। পোল্ট্রি শিল্পে বাংলাদেশের অবস্থান, ধারাবাহিক উন্নতি নিঃস্বন্দেহে গৌরবের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.