ডিম থেকে বাচ্চা ফোটানোর মেশিন (ইনকিউবেটর) Incubator

হাঁস – মুরগী, কোয়েল পাখী এবং প্রায় যে কোনো ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য ইনকিউবেটর মেশিন ব্যাবহার করা হয় । এ জন্য মেশিনে সঠিক তাপমাত্রা ও আর্দতা নিশ্চিত করা । প্রতিটি ডিম যাতে অক্সিজেন পায় এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে পারে তার সু ব্যাবস্থা রাখা । নির্দিস্ট্র সময় পর পর মটারের মাধ্যমে ডিমের “ট্রে” কে ঘুড়িয়ে দেয়া। এ সকল বিষয় সঠিক ভাবে নিয়ন্ত্রন করলে কাংখিত উৎপাদন ও সুস্থ্য বাচ্চা পাওয়া যায়, যার ফলে মৃত্যু হার কমে এবং অধিক লাভবান হওয়া যায় । আর এ জন্য দরকার (Full System Automatic Controller)। যারা হ্যাচারী ব্যাবসা করার জন্য আগ্রহী অর্থাৎ ডিম থেকে বাচ্চা ফোটাতে চান তারা “ইনকিউবেটর মেশিনের” জন্য যোগাযোগ করুন –


incubator
incubator

লেখকঃ Kazi Tauhidul Islam

পড়াশোনার পাশাপাশি পোল্ট্রি খামার করছি। সেই সাথে ছোট খামার করেন এমন পোল্ট্রি খামারি ভাইদের জন্য ডিম থেকে বাচ্চা ফুটানোর ইনকিউবেটর তৈরি করে বাজারজাত করছি।

এটাও দেখতে পারেন

Die Bedeutung von Cardio in der Massephase

In der Welt des Fitness und Bodybuildings wird oft viel über den richtigen Ansatz zur …

১০ মন্তব্য

  1. মেমেমেশটি কোথায় পাব এবং মূল্য কত

  2. মেমেমেশটি কোথায় পাব এবং মূল্য কত জানাবেন কি

  3. মেমেমেশটি কোথায় পাব ?এবং মূল্য কত?

  4. ভাই মেশীনের দাম কত ? আপনার ঠিকানা কোথায়?

  5. ভাই কোথাই পাওয়া যাবে।আপনাদের ঠিকানা দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.