বর্ণাঢ্য আয়োজনে পটূয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের পেশাজীবি সংগঠন “ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন (ভিএস এ) এর পক্ষ হতে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ডিভিএম ডিগ্রির নবীন ছাত্র-ছাত্রীদের নবীন বরন অনুষ্ঠিত হয়েছে।
আজ সন্ধ্যায় অনুষদীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষদীয় ডিন ড মোঃ আব্দুল মতিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোবায়োলজি এন্ড ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান ড এ কে এম মোস্তফা আনোয়ার, ফিজিওলজি , ফার্মাকোলজি এন্ড বায়োক্যামিস্ট্রি বিভাগের চেয়ারম্যান ড মোঃ রুহুল আমিন , সহযোগী অধ্যাপক ড এহসানুর রহমান রেজা, এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের চেয়ারম্যান ডা মোঃ সাইদুর রহমান, ভিএসএ এর সহ সভাপতি মোঃ রিয়াজ আল মাহমুদ , ভিএস এর সভাপতি ও ফিজিওলজি , ফার্মাকোলজি এন্ড বায়োক্যামিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা মিল্টন তালুকদার, নবীন বরন উদযাপন কমিটির আহবায়ক মোঃ মহসিন শিকদার, প্রাক্তন ছাত্র ও এসি আই এনিম্যাল হেলথে কর্মরত ডা মশিউর রহমা মিথুন, অত্র ক্যাম্পাস ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ , বিভিন্ন কোম্পানীর নেতৃবৃন্দ ,সাংবাদিক বৃন্দ , বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী , বিভিন্ন সেমিস্টারের ছাত্র-ছাত্রী বৃন্দ সহ প্রমুখ।
এ সময় স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ,সার্জারি এন্ড অবসটেট্রিক্স বিভাগের সহকারী অধ্যাপক ড অসিত কুমার পাল বলেন, “ প্রতিযোগিতামুলক এ বিশ্বে ভেটেরিনারি পেশা অন্যতম একটি ভালো পেশা, প্রানি সম্পদের উন্নয়নে এই পেশার গুরুত্ব অপরিসীম”
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান।
উল্লেখ্য উক্ত নবীন বরন অনুষ্ঠানে সহযোগিতা করেন কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড, এ সি আই এমিনেল হেলথ , টেকনো ড্রাগস লিমিটেড , একমি ল্যাবরেটরিজ লিমিটেড, নোভারটিস