পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের “ভেটেরিনারি ক্লিনিকে” প্রথম বারের মত ছাগলের বাচ্চার শরীরে “Blood Transfusion” করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ক্লিনিক সুত্রে জানা যায় , আজ সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খানপুরার বাসিন্দা মর্জিনা বেগম মৃতপ্রায় অবস্থায় মা ছাগল সহ একটি বাচ্চা নিয়ে ক্লিনিকে আসেন, এরপর ভেটেরিনারি ইনচারজ ও বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ,সার্জারি এন্ড অবসটেট্রিক্স বিভাগের সহকারী অধ্যাপক ড দিব্যেন্দু বিশ্বাস ছাগলের বাচ্চার অবস্থা দেখে “Blood Transfusion” করার সিদ্ধান্ত নেন।
তিনি আমাদের জানান, “ ছাগলের বাচ্চাটি Severe Anaemia ,Bloody Dysentry, সহ খুবই দুর্বল ছিল , পরে আমরা মা ছাগলের শরীর থেকে ৪০ মিলি রক্ত বাচ্চার শরীরে ট্রান্সফার করি , পরে সাথে সাথে বাচ্চাটি ঊঠে দাড়ায় এবং এখন সুস্থ”
এ বিষয়ে মেডিসিন ,সার্জারি এন্ড অবসটেট্রিক্স বিভাগের সহকারী অধ্যাপক ড মোঃ লালমদ্দিন মোল্লা বলেন, “ এই ধরনের “Blood Transfusion” এই বিশ্ববিদ্যালয়ের এর আগে কখনও হয় নি , তবে আমরা সম্পূর্ণ সফল”