শেকৃবিতে বিড়ালের সিজারিয়ান অপারেশান

শেকৃবিতে এই প্রথম বার এর মত হয়ে গেলো বিড়ালের মেজর ক্লিনিক্যাল এক্সপসার।গত ১৯ ডিসেম্বর ২০১৪ ইং  অপারেশান টি সফলভাবে সমাপ্ত হয়েছে ।পুরো অপারেশানটির নেতৃত্তে ছিলেন শেকৃবির অ্যানিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ এর মেডিসিন এন্ড পাবলিক হেলথ ডিপার্টমেন্ট এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ড চেয়ারম্যান ডঃ কে বি এম সাইফুল ইসলাম ।তার সহযোগী হিসেবে ছিলেন উক্ত অনুষদের প্রথম ব্যাচ এর শিক্ষার্থী সুজন, উজ্জল ও রুবেল । 10805691_755488397871585_5210416416440672399_n


 

অপারেশান টি সফলভাবে সমাপ্ত করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অই শিক্ষারথীরা । তারা বলেছেন,আমাদের এই নতুন অনুষদের অনেক প্রাকটিকেল এক্সপসার যন্ত্রাদির অপ্রতুলতার কারণে দেখা বা করা সম্ভব হয়ে উঠে না ।যন্ত্রাদির অপ্রতুলতার কারণ সত্ত্বেও এ ধরনের ক্লিনিক্যাল এক্সপসার এ সহযোগিতা করতে পেরে তারা খুবই খুশি।তারা মনে করে যে ডঃ হবার জন্যে এ ধরনের এক্সপসার হাতে নাতে করা ছাড়া অন্য কোন বিকল্প নেই।তারা আরও বলেছেন যেহেতু তাদের কারিকুলাম কমবাইন্ড সেহেতু তাদেরকে প্রডাকশন এবং হেলথ দুই দিকেই গুরুত্ব দিতে হবে।অপারেশানটি করা হয় সাইফুল সার এর চেম্বারে,এ বিষয়ে তারা বলেছেন যেহেতু আমাদের অনুষদ টি নতুন তাই সকল মেডিকেল সুবিধা দেয়া সম্ভব হয়ে উঠে না।তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি অস্থায়ি ক্লিনিক এর জন্য বরাদ্দ দিয়েছে। এই ক্লিনিক হয়ে গেলে বেশিরভাগ সুবিধা দেয়া সম্ভব হবে বলে তারা মনে করেন।

লেখকঃ DR. Shamanto

Graduated From Sher-e-Bangla Agricultural University as a Vet. Now working as a technical service executive in New Hope Agrotech Bd Ltd.

এটাও দেখতে পারেন

পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস পালিত

“বাঙ্গালী হবে স্বাস্থ্যবান,প্রতিদিন ডিম খান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে …

একটি মন্তব্য

  1. ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

    সীমাবদ্ধতা থাকা সত্বেও সফল করা এই অপারেশনের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.