অনেক গরীব দেশে মানুষের জন্যই পর্যাপ্ত হাসপাতাল কিংবা চিকিত্সার সুযোগ নেই। কিন্তু অস্ট্রেলিয়ার টোলগাতে স্থাপন করা হয়েছে বাদুড়দের জন্য হাসপাতাল। তবে বাদুড়রা এখানে স্বেচ্ছায় চিকিত্সা নিতে আসে না। এখানে বিভিন্ন স্থান থেকে ‘অনাথ’ বাদুড় সংগ্রহ করে নিয়ে আসেন একদল বাদুড়প্রেমিক স্বেচ্ছাসেবী। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে শত শত বাদুড় তাদের মাকে হারিয়ে এতিম হয়ে যায়। এদের তখন বাঁচার উপায় থাকে না। ফলে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মনুষ্য সন্তানদের মতো পোশাক পরিয়ে রাখা হয় এবং ফিডার বোতলে করে দুধ খাওয়ানো হয়। -এপি
বিষয়বস্তুbat hospital Sympathy
এটাও দেখতে পারেন
বাকৃবিতে ভুয়া ভেটেরিনারিয়ান আটক
আজ ফেইসবুক ব্রাউজিং করার সময় All Baunews এর একটা খবর দেখলাম, ভাবলাম ভেটসবিডি’র পাঠকদের সাথে …
Vetsbd Livestock related only Bangla blog