এখন থেকে ভেটসবিডিতে লগইন করার জন্য User Name-এর পরিবর্তে আপনার Email ব্যবহার করেও লগইন করতে পারবেন। পাসওয়ার্ড ভুলে গেলে lost password লিংক-এ ক্লিক করলেই নতুন পাসওয়ার্ড দেয়ার অপশনতো থাকছেই।
আর প্রোফাইল পিকচার যোগ করা আগে অনেকের কাছেই বেশ ঝামেলার মনে হয়েছে বলে অনেকেই প্রো. পিক-ই যোগ করেননি। আপনার সেই সমস্যার কথা মাথায় রেথেই এখন সরাসরি এবং খুব সহজেই প্রো.পিকচার আপলোডের সুবিধা যোগ করা হলো। আপনার প্রোফাইলে গিয়ে অথবা এখানে ক্লিক করে স্ক্রল করে নিচের দিকে নামলেই দেখবেন Choose Image লিখা একটি বাটন আছে, ওটাতে ক্লিক করে আজই আপনার প্রোফাইল পিকচার add করে নিন।
ভেটসবিডি সাইটটি আপনার ভালো লেগে থাকলে এবং আপনি ভেটসবিডির প্রতি কুতজ্ঞ হলে ভেটেসবিডিকে প্রমোট করুন। কেউ স্বেচ্ছাসেবী হিসেবে সংবাদ প্রতিনিধি হতে চাইলে আমাদেরকে লিখুন। বিজ্ঞাপন দিতে চাইলেও আমাদেরকে লিখুন। যাই লিখতে চান, তার জন্য ক্লিক করুন এখানে।
ভেটসবিডির ফেইসবুক পেজ-এ লাইক দিতে এখানে ক্লিক করুন।