পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মেডিসিন এন্ড সার্জারি বিভাগের শিক্ষক ডা অসিত কুমার পাল থাইল্যান্ডের “Suranaree University of Technology” থেকে পি এইচ ডি ডিগ্রি অর্জন করেছেন।
তিনি “Suranaree University of Technology” এর Institute of Agricultural Technology আওতাধীনSchool of Biotechnology এর এসোসিয়েট প্রফেসর ড রাংসান পারনপাইএর অধীনে থেকে এই ডিগ্রি অর্জন করেন। ড অসিত কুমার পালের গবেষনার বিষয় ছিল “Development of novel device and improved Technology for bovine oocytes and embryos vitrification”
ইতিমধ্যে ড অসিত পালের ০৩ টি গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে এবং আরো তিনটি প্রকাশের অপেক্ষায় আছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, “ আমার গবেষনার আগে oocytes and embryos vitrification এর জন্য যে ডিভাইস পাওয়া যেত তার দাম ৪০ $ বা ৩২০০ টাকা কিন্তু আমি গবেষণা করে একটি পেপার ডিভাইস আবিস্কার করেছি যার বাজার মুল্য অবিশ্বাস্য কম যেটা কিনতে প্রতিটার দাম পড়বে মাত্র ৫ পয়সার ও কম , ফলে অনেক সহজলভ্য হবে ডিভাইসটি”
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন , “আমি গবেষণা শুরু করার পর বাংলাদেশ সম্পর্কে ধারনা আরো উজ্জ্বল হয়েছে এবং ২ জন নতুন ছাত্র সুযোগ পেয়েছেন।এছাড়া মাল্টিমোড গ্রুপ ও লালতীর লাইভস্টক লিমিটেডের সাথে উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিনিময়ের যুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফলে বাংলাদেশীদের জন্য ভেটেরিনারি শিক্ষায় উচ্চ শিক্ষা লাভের সুযোগ আরো বৃদ্ধি পেয়েছে”
উল্লখ্য ড অসিত কুমার পাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৮ সালে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন ( ডিভিএম) ডিগ্রিতে গ্রাজুয়েশন করার পর একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করে পবিপ্রবির মেডিসিন এন্ড সার্জারি বিভাগে ২০১১ সালের ৩ রা ফেব্রুয়ারী প্রভাষক হিসেবে যোগদান করে একই বছরের ডিসেম্বরে দেশ ত্যাগ করে উচ্চ শিক্ষার জন্য থাইল্যান্ড যান এবং মাত্র ২ বছর ১০ মাসে পি এইচ ডি ডিগ্রি সম্পন্ন করে চলতি বছরের নভেম্বরে পুনরায় কর্মস্থলে যোগদান করেন।