Shared from: m.prothom-alo.com
আরো একটি অনুমোদনহীন কারখানা। আমি যখন ভেটেরিনারি প্রাকটিশনার হিসেবে কাজ করেছি, তখন এমন এমন কিছু কোম্পানির ওষুধ দেখতাম, যেগুলোর অস্তিত্ব নিয়েই সন্দেহ হত। মাঝে মাঝে দু’একজন ট্রেডার দুই হাতে কিছু মিক্সিং করার ভঙ্গি করতো আর বলত,এগুলো “ঢাকা বাংলাদেশ” কোম্পানির তৈরি। মানে হলো, এসব ওষুধ ঘরে বসে হাতে মিশিয়ে বানিয়ে প্যাকেট করে প্যাকেটের গায়ে একটা কোম্পানির নাম, আর ঠিকানার জায়গায় লিখে দিত “ঢাকা, বাংলাদেশ”।
বিস্তারিত ►গরু মোটাতাজাকরণ ওষুধের অনুমোদনহীন কারখানা.
awesome