কোরবানীর গরুর ক্যালসিনোসিস বা সিউডোগাউট

ক্যালসিনোসিস বা সিউডোগাউট বেশীরভাগ সময় কোরবানীর অল্প কিছুদিন আগে দেখা যায়। এটি মোটাতাজা হয়ে যাওয়া গরুর এক ধরনের বাত জাতীয় সমস্যা যার ফলে চলাফেরা বা হাঁটতে সমস্যা হয়। গরু মোটামোটি স্বাস্থ্যবান হয়ে যাওয়ার পরও খাদ্যে অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ সাপ্লিমেন্ট ব্যবহারের ফলে শরীরের ক্যালসিয়াম চ্যানেলে আয়নের আধিক্য ঘাটে। এতে করে অতিরিক্ত পরিমাণ ডায়েটারী ক্যালসিয়াম ক্যালসিয়াম পাইরোফসফেট হিসাবে জয়েন্টে জমা হয় যাকে ক্যালসিনোসিস বা সিউডো গাউট বলা হয়। বাজারে ডিবি নামে পরিচিত ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট গুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ। ডেইরি অর্থাৎ দুগ্ধ উৎপাদনকারী গাভীতে দুধের সাথে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম নিঃসরণ হয় বলে এসব সাপ্লিমেন্ট দুগ্ধ উৎপাদনকারী গরুতে বেশ কার্যকর। তবে মোটাতাজা হয়ে যাওয়া কোরবানীর গরু ও পুরুষজাতীয় প্রাণীতে সেই পরিমাণ ক্যালসিয়াম প্রয়োজন হয় না। ফলে অতিরিক্ত পরিমাণে ডিবি নামক এসব সাপ্লিমেন্ট গরু মোটাতাজাকরনে উপযুক্ত ভূমিকা রাখতে পারছেনা। ঔষধ কোম্পানিগুলোকে যথাযথ পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে মাংস উৎপাদনের উপযুক্ত ভিটামিন-মিনারেল সাপ্লিমেন্ট সরবরাহ করা উচিত যাতে এগুলো কোরবানীর গরু মোটাতাজাকরনে সহায়ক ভূমিকা রাখতে পারে। খামারিগন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে বাজারে প্রচলিত এসব সাপ্লিমেন্টের সঠিক ডোজ নির্ধারণ করিয়ে নিতে পারেন। জবাইপূর্ব গরুর একিউট ক্যালসিনোসিস বা সিউডো গাউট চিকিৎসার জন্য মিনারেলকরটিকোয়েড নিরাপদ।


লেখকঃ ডক্টর আজিজ সিদ্দিকী

Dr. Aziz Siddiqui, DVM, MS (Vet Obs), PhD is a Scientist in the University of Wisconsin-School of Veterinary Medicine, USA. He is a graduate of Bangladesh Agricultural University and received pre-doctoral and post-doctoral training on animal reproduction from the University of Wisconsin-Madison, USA. Previously Dr. Aziz worked in Bangladesh Agricultural University, Department of Livestock Services-Bangladesh, and in Eutheria Foundation and Accelerated Genetics in USA. For last 16 years Dr. Aziz has been involved in animal reproduction research. (Profile created in July 2012). Email: azizsiddiqui@gmail.com, Ph: +1 (608) 433-4172

এটাও দেখতে পারেন

প্রোডাক্ট তালিকা-Agrovet Pharama

 এগ্রোভেট ফার্মা বাংলাদেশে ভেটেরিনারী সেক্টরে ২০০৭ সাল থেকে সুনামের সহিত ব্যবসা চালিয়ে আসছে। শুধু মাত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.