সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হলেন ড. গোলাম শাহী আলম

golam-shahi-alomময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রতিথযসা অধ্যাপক এম গোলাম শাহী আলমকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)’র উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় আজ রোববার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদের অনুমতিক্রমে এ ব্যাপারে আদেশ জারি করে ।
আদেশে বলা হয়, গোলাম শাহী আলমকে আগামী চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের দিন থেকে তার এ নিয়োগ কার্যকর হবে।  তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।


ভিসি হিসেবে তিনি তাঁর বর্তমান পদসংশ্লিষ্ট বেতন-ভাতা ও সুবধাদি প্রাপ্য হবেন। – See more at: http://www.banglanews24.com/fullnews/bn/328077.html#sthash.JOl84Ync.dpuf
যোগদানের দিন থেকে তার এ নিয়োগ কার‌্যকর হবে জানিয়ে আদেশে বলা হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।ভিসি হিসেবে তিনি তাঁর বর্তমান পদসংশ্লিষ্ট বেতন-ভাতা ও সুবধাদি প্রাপ্য হবেন। – See more at: http://www.banglanews24.com/fullnews/bn/328077.html#sthash.JOl84Ync.dpuf

যোগদানের দিন থেকে তার এ নিয়োগ কার‌্যকর হবে জানিয়ে আদেশে বলা হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।ভিসি হিসেবে তিনি তাঁর বর্তমান পদসংশ্লিষ্ট বেতন-ভাতা ও সুবধাদি প্রাপ্য হবেন। – See more at: http://www.banglanews24.com/fullnews/bn/328077.html#sthash.JOl84Ync.dpuf

তবে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে নির্ধারিত সময়কাল শেষ হওয়ার আগেই এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন বলেও আদেশে উল্লেখ রয়েছে।

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

বন্যা কবলিত এলাকার প্রাণিদের জন্য করণীয়

আমাদের দেশের উত্তরাঞ্চল অর্থাৎ কুড়িগ্রাম লালমনিরহাটে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবস্থা বিরাজ করছে। প্রায় সকলের বাড়িতেই পানি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.