ডিএলএস-এ নয়া ডিজিঃ সামাজিক ফোরামে তুমুল আলোচনা

গত ৯ সেপ্টেম্বর প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন ডিজি হিসেবে দায়িত্ব নিলেন জনাব অজয় কুমার। তাঁর এ দায়িত্ব গ্রহণ করতে পেছনে ফেলতে হয়েছে ৫ প্রভাবশালী ভেটেরিনারিয়ানকে।


এদিকে এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তরুণ প্রজন্মের ভেটেরিনারিয়ানদের মধ্যে তুমুল আলোচনা শুরু হয়। তাদের অনেকের মন্তব্যেই হতাশার ভাব দেখা গেছে।

২২৭৩ সদস্যের ভেটেরিনারিয়ানদের ফেইসবুক গ্রুপ The VET DOCTOR’S club এর একজন সদস্য Solaiman Sarker হতাশা ব্যক্ত করে বলেছেন: “আমরা ভেটেরিনারিয়ানরা কি কিছুই করতে পারবো না!!!”

Mahbub Mithu বলেছেন: “Vet ra sudhu nijera nijder nie kada coracuri korte jane but ashol jaigai khobor nai,khali pare durniti korte…….ekbar ‘chair’ pele profession nie ‘think’ korar somoy hoi na….shame to us [the vets].”

Moin Khanduker বলেছেন: “ভেটরা আগেও পারে নাই, ভবিষ্যতেও পারবে না, পারার কোন সুযোগও নাই। কারন ভবিষ্যতে সব ক্যাডারের ক্রিম পোস্টগুলো শুধুমাত্র দলীয় ভিত্তিতে ( ছাত্ররাজনীতি- দালিলিক প্রমানসহ) হবে, মেধা কিংবা জেষ্ঠতার ভিত্ততে পূরণ করা হবে না। যার লক্ষণ শুরু হয়ে গেছে। সকল ক্যাডারের সৎ অফিসারগণ শুধু কেরানিগিরি করেই দিন পার করবেন।”

তবে দু-একটি ব্যাতিক্রমও লক্ষ্য করা গেছে-

Sirazul Islam Ripon বলেছেন: “Ami Ajaoy sir er odheene two years job korechi…uni osadharon ekjon manus, shotovag professional, honest ebong dynamic. VET-AH issue k bipus kore bola jete pare DLS sottikarer ekjon gurdian pelo…”

Nizam Uddin বলেছেন: “Amar ULO sir bollen, ajoy sir naki khub honest and valo goon shomponno manush, dekha jak kemon jai aagami dingulo(amar ULO sir DVM), amra aashabadi”

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

প্রথমবারের মতো বাংলাদেশে অনলাইন গবাদি পশু শনাক্তকরণ এবং নিবন্ধন ব্যবস্থা চালুঃ জানা যাবে স্বাস্থ্য ও রোগের ইতিহাস

প্রাথমিকভাবে ৫০,০০০ পশু নিবন্ধিত হবে যা গ্রাহকদের পশুগুলোর স্বাস্থ্য ইতিহাস দেখার সুযোগ দিবে। প্রথমবারের মতো, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.