Shared from: www.prothom-alo.com
প্রাণঘাতী ইবোলা ভাইরাসের অপরীক্ষিত ওষুধ ‘জম্যাপ’ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে লাইবেরিয়া সরকার।এ ওষুধটি বানরের ওপর পরীক্ষা করা হয়েছে। এটি মানুষের জন্য নিরাপদ কি না, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
অপরীক্ষিত এমন প্রতিষেধক ব্যবহারে ঝুঁকিও কম নয়। এমন বিতর্কিত ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে ভালো উদাহরণ নাইজেরিয়া। ১৯৯৬ সালে নাইজেরিয়ায় মেনিনজাইটিস ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের ওষুধ উত্পাদনকারী প্রতিষ্ঠান ‘ফাইজার’ পরীক্ষামূলকভাবে একটি প্রতিষেধক প্রয়োগ করে। এতে ১২ হাজারের বেশি লোক মারা যায়।…
বিস্তারিত ►ইবোলার অপরীক্ষিত ওষুধ নেবে লাইবেরিয়া.
Vetsbd Livestock related only Bangla blog