সহজেই অন্য ওয়েবসাইটের পোস্ট/ভিডিও শেয়ার করুন ভেটসবিডিতে

এখন খুব সহজেই ভেটসবিডিতে অন্য ওয়েবসাইটের প্রানিসম্পদ বা ভেটেরিনারি সংক্রান্ত পোস্ট বা ভিডিও শেয়ার করতে পারবেন। আর এজন্য আপনাকে ছোট্ট একটা ট্রিকস করে নিতে হবে। তারপর মাউসের কয়েক ক্লিকেই ফেইসবুকে শেয়ার করার মতো ভেটসবিডিতেও শেয়ার করতে পারবেন। নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ


১। প্রথমে ভেটসবিডিতে লগইন করে নিন।

২। তারপর এই লিংক-এ যান। দেখবেন নিচের ছবির মতো Press This নামক একটি বাটন যুক্ত page খুলেছে।

Press-this৩। এবার বাটনটিকে ড্র্যাগ করে বা মাউস দিয়ে টেনে নিয়ে আপনার ব্রাউজারের বুকমার্ক বার-এ ছেড়ে দিন। বুকমার্ক বারটি ‍এড্রেস বারের নিচেই থাকে।

Press-this ট্রিকস শেষ। এবার শেয়ার করার পালা।

শেয়ার করতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

১। যে ওয়েবসাইটের লেখা বা ভিডিও শেয়ার করতে চান সেই ওয়েবসাইটে যান।

২। ঐ ওয়েব পেজ থেকে ২/৩ টি লাইন সিলেক্ট করুন।

৩। এবার আপনার ব্রাউজারের বুকমার্ক বারে থাকা Press This-এ ক্লিক করুন। নতুন একটি window আসবে। তাতে দেখবেন automatically  একটি শিরোনাম ও সিলেক্ট করা অংশটুকু বসে গেছে। আর youtube থেকে ভিডিও শেয়ার করলে automatically  ভিডিও’র কোড embed হয়ে যাবে। আপনি শুধু Insert video-তে ক্লিক করুন। দেখবেন ভিডিও insert হয়ে গেছে।

৪। এবার শুধু Keywords এর ঘরে কমা(,) দিয়ে ৩টি keyword বসিয়ে দিন। ব্যাস, কাজ শেষ। পরের ধাপগুলো optional, চাইলে করতেও পারেন, না চাইলে নাও করতে পারেন।

যেমন, চাইলে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন তবে না করলে লেখাটি ‘শেয়ার্ড আর্টিকেল’ বিভাগে প্রকাশিত হবে।

আর যদি লেখার সাথে ঐ ওয়েবসাইটের কোন ছবি যোগ করতে চান তবে নিচে ছবিতে দেখানো জায়গায় ক্লিক করুন, automatically ঐ ওয়েবসাইট থেকে এক বা একাধিক ছবি লোড হয়ে যাবে, সেখান থেকে আপনার পছস্দ মতো একটি ছবি সিলেক্ট করুন, Insert image বাটনে ক্লিক করুন। দেখবেন ছবিটি আপনার লেখার ভেতর বসে যাবে।

add image

৫। এবার Publish বাটনে ক্লিক করুন। একটি successful বার্তা আসবে। সব কিছু ঠিক থাকলে Home page টি refresh করলেই দেখবেন আপনার শেয়ারকৃত পোস্টটি ভেটসবিডিতে চলে এসেছে।

কোন সমস্যা হলে আমাকে জানান।

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

CVASU-তে হয়ে গেল ভেটসবিডি’র প্রথম meet-up

গত কাল CVASU তে ভেটসবিডি’র meet up টা ভালই হলো। নতুন প্রজন্মের ভেটেরিনারিয়ানদের নতুন কিছু …

একটি মন্তব্য

  1. Awesome. Its may be the easiest way 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.