পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ( বরিশাল বাবুগঞ্জ ক্যাম্পাসের) ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন ( ভিএসএ) এর পক্ষ হতে অনুষদীয় অডিটরিয়ামে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
উক্ত ইফতার ও দোয়া মহাফিলে উপস্থিত ছিলেন মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. এ কে এম মোস্তফা আনোয়ার, সহকারী প্রক্টর মোঃ এনামুল হক কায়েস, ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রুহুল আমিন, সহকারী অধ্যাপক ডা. মোঃ মোস্তাফিজুর রহমান মেডিসিন এন্ড সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ড. দিব্যেন্দু বিশ্বাস, চেয়ারম্যান ড. মোঃ লালমদ্দিন মোল্লা, জেনারেল এনিমেল সায়েন্স এন্ড নিট্রিশন বিভাগের প্রভাষক মোঃ এনায়েত কবীর, বেসিক সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মামুন অর রশীদ, সংগঠনের সভাপতি ও ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মিলটন তালুকদার, সংগঠনের ভিপি মোঃ রকিবুল ইসলাম রুবেল, ছাত্রলীগের সভাপতি মোঃ মেহেদি হাসান, এনিম্যল হাজব্রেন্ড্রী এসোসিয়েশন এর ভিপি, জিএস সহ প্রমুখ । উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন অনুষদীয় মসজিদের পেশ ইমাম মোঃ মাহবুব আলম

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান ।