পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোঃশামছুদ্দীন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন (ভি এস এ) এর বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
সকালে ভাইস চ্যান্সেলরের অফিস কক্ষে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপস্থিত ছিলেন ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন এর সহ-সভাপতি মোঃরকিবুল ইসলাম রুবেল , মোঃরিয়াজ আল-মাহমুদ , সাধারন সম্পাদক মোঃমুস্তাফিজুর রহমান পাপ্পু, যুগ্ম সাধারন সম্পাদক মো; মহসিন শিকদার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খালিদ হাসান রেজা , সাংগঠনিক সম্পাদক মোঃশহিদুল ইসলাম শহীদ , কোষাধাক্ষ্য মোঃ আল আমরান খান সহ প্রমুখ।
এ সময় ভিএসএ এর পক্ষ হতে বিভিন্ন ট্যুর , কিড বক্স,সেমিনার ,শিক্ষক সংকট সহ নানা দাবি তুলে ধরা হয় । মাননীয় ভাইস চ্যান্সেলর এ সময় ভিএস এ এর নেতৃবৃন্দদের বিভিন্ন দাবি পুরনের আশ্বাস দেন ।