মুক্তির আনন্দে হাঁতির চোখে জল !

‘উদ্ধারের সময় তার গাল বেয়ে পানি পড়তে দেখে আমরা অবাক হয়ে যাই। এটা আমাদের সবার জন্য এক অবিশ্বাস্য আবেগের বিষয় ছিল। মুক্তির বিষয়টি হাতি অনুধাবন করতে পেরেছে।’ এভাবেই অনুভূতি ব্যক্ত করেছেন ৫০ বছর ধরে বন্দী থাকা আর নির্যাতন ভোগ করা একটি হাঁতির মুক্তির সাথে জড়িত এক স্বেচ্ছাসেবক।


Elephant৫০ বছর আগে শিশু অবস্থায় বন থেকে হাতিটিকে চুরি করা হয়। এর পর থেকে তার দুর্দশা শুরু। মারধরের পাশাপাশি খাবার থেকেও তাকে বঞ্চিত করা হতো। কাগজ আর প্লাস্টিক খাওয়ানো হতো হাতিটাকে। পায়ে সব সময় লাগানো থাকত শিকল ও সুচালো কীলক।

হাঁতিটির নাম  ছিল রাজু। মাদকাসক্ত মালিক ভিক্ষার কাজে রাজুকে ব্যবহার করতেন। মালিকের নিপীড়নে চরম যন্ত্রণায় দিন কাটত রাজুর। কিন্তু এখন সে মুক্ত। পায়ের বেড়ি খুলে গেছে। ঘুরতে পারছে স্বাধীনভাবে।

মুক্তির আনন্দে রাজুর চোখ দিয়ে গড়িয়েছে জল। আর অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।

সম্প্রতি প্রাণী সংরক্ষণবাদীরা আদালতের আদেশ নিয়ে হাতিটিকে তার নিপীড়ক মালিকের হাত থেকে উদ্ধার করেছেন। এ কাজে পুলিশ ও রাজ্যের কর্মকর্তারা সহায়তা করেছেন।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

প্রথমবারের মতো বাংলাদেশে অনলাইন গবাদি পশু শনাক্তকরণ এবং নিবন্ধন ব্যবস্থা চালুঃ জানা যাবে স্বাস্থ্য ও রোগের ইতিহাস

প্রাথমিকভাবে ৫০,০০০ পশু নিবন্ধিত হবে যা গ্রাহকদের পশুগুলোর স্বাস্থ্য ইতিহাস দেখার সুযোগ দিবে। প্রথমবারের মতো, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.