‘উদ্ধারের সময় তার গাল বেয়ে পানি পড়তে দেখে আমরা অবাক হয়ে যাই। এটা আমাদের সবার জন্য এক অবিশ্বাস্য আবেগের বিষয় ছিল। মুক্তির বিষয়টি হাতি অনুধাবন করতে পেরেছে।’ এভাবেই অনুভূতি ব্যক্ত করেছেন ৫০ বছর ধরে বন্দী থাকা আর নির্যাতন ভোগ করা একটি হাঁতির মুক্তির সাথে জড়িত এক স্বেচ্ছাসেবক।
৫০ বছর আগে শিশু অবস্থায় বন থেকে হাতিটিকে চুরি করা হয়। এর পর থেকে তার দুর্দশা শুরু। মারধরের পাশাপাশি খাবার থেকেও তাকে বঞ্চিত করা হতো। কাগজ আর প্লাস্টিক খাওয়ানো হতো হাতিটাকে। পায়ে সব সময় লাগানো থাকত শিকল ও সুচালো কীলক।
হাঁতিটির নাম ছিল রাজু। মাদকাসক্ত মালিক ভিক্ষার কাজে রাজুকে ব্যবহার করতেন। মালিকের নিপীড়নে চরম যন্ত্রণায় দিন কাটত রাজুর। কিন্তু এখন সে মুক্ত। পায়ের বেড়ি খুলে গেছে। ঘুরতে পারছে স্বাধীনভাবে।
মুক্তির আনন্দে রাজুর চোখ দিয়ে গড়িয়েছে জল। আর অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।
সম্প্রতি প্রাণী সংরক্ষণবাদীরা আদালতের আদেশ নিয়ে হাতিটিকে তার নিপীড়ক মালিকের হাত থেকে উদ্ধার করেছেন। এ কাজে পুলিশ ও রাজ্যের কর্মকর্তারা সহায়তা করেছেন।
সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া
Vetsbd Livestock related only Bangla blog