ভেটসবিডি’র লোগো পরিবর্তন করা হয়েছে। আজ ২৭ জুন সকাল ১০টায় নতুন এই লোগোটি উন্মোচন করা হয়। অনেকের অভিযোগ আর পরামর্শের প্রতি সম্মান রেখে ভেটসবিডি তার লোগোতে এই পরিবর্তন আনলো।

নতুন এই লোগোতে ভেটেরিনারি সায়েন্স বোঝাতে যে প্রতীক ব্যবহার করা হয় তা দিয়েই শুরু হয়েছে আর নীল রংও এসেছে সেখান থেকেই । শেষে bd এর পেছনে প্রাণিসম্পদ বোঝাতে কয়েকটি প্রাণির অবয়ব ব্যবহার করা হয়েছে। আশা করছি নতুন এই লোগোটি আপনাদের ভালো লাগবে।
ভেটসবিডির পাশে থাকার জন্য, অনুপ্রেরণা জোগাবার জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।
Vetsbd Livestock related only Bangla blog