
বাংলাদেশ ভেটেরিনারী কাউন্সিলের রেজিষ্ট্রার এবং বাংলাদেশ ভেটেরিনারী এসোসিয়েশনের সাবেক সেক্রেটারী জেনারেল ডা: এমরান হোসেন খাঁন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এগ্রিলাইফ২৪.কম সূত্রে জানা যায় তিনি স্ট্রোক করেছেন। বর্তমানে তিনি ল্যাবএইড হাসপাতালের ৬০৬ নম্বর কক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে রয়েছেন।
বাংলাদেশ ভেটেরিনারী এসোসিয়েশনের মহাসচিব ড. মো: বেলাল হোসেন তাঁর আশু রোগমুক্তির জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।
ভেটসবিডি পরিবারও তাঁর দ্রুত সুস্থতা কামনায় সকলের দোয়া প্রার্থনা করছে।