পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিয়ারি মেডিসিন অনুষদের ডেইরী সায়েন্স বিভাগের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস’১৪ পালিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “Think Milk Drink Milk”
এ উপলক্ষে আয়োজিত এক র্যালী সকাল ১০ টায় শুরু হয়ে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়ামের সামনে এসে শেষ হয়। এর পর এবারের প্রতিপাদ্য বিষয়ের উপর আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র অনুষদের ডীন ও ডেইরী সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড মোঃআব্দুল মতিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড মোঃরুহুল আমিন , এনিম্যাল জেনেট্রিক্স এন্ড ব্রিডিং বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড মোঃকাওছার নিয়াজ বিন সুফিয়ান ,ফুড এন্ড এগ্রিকালচার ওরগানাইজেশন (এফ এ ও) এর লাইভস্টক ট্রেনিং স্পেশালিষ্ট ডাঃমোঃরেজাউল করিম ,মোঃশরিফুল হক , মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান ড এ কে এম মোস্তফা আনোয়ার , ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি বিভাগের সহকারি অধ্যাপক ডা মিল্টন তালুকদার ,মেডিসিন এন্ড সার্জারি বিভাগের চেয়ারম্যান ড মোঃলালমদ্দিন মোল্লা ,সহকারী প্রক্টর ও জেনারেল এনিম্যাল সায়েন্স এন্ড নিঊট্রিশন বিভাগের সহকারী অধ্যাপক মোঃশাহবুবুল আলম ,বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকামন্ডলী ,বাংলাদেশ ছাত্রলীগ অত্র ক্যাম্পাস শাখার সভাপতি মোঃমেহেদি হাসান্, সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) মোঃসাব্বির হোসেন,ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন ( ভিএস এ) এর ভিপি মোঃরকিবুল ইসলাম রুবেল , জিএস মোঃমুস্তাফিজুর রহমান, এনিম্যাল হাজবেন্ড্রী স্টুডেন্টস’ এসোসিয়েশন এর ভিপি মোঃআবিদ মাহমুদ, জিএস মোঃ ফয়সাল ইবনে ইউসুফ ,সহ করমকরতা-করমচারী ,বিভিন্ন সেমিস্টারের ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডেইরী সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আশরাফুল ইসলাম ।
উল্লেখ্য ২০০১ সাল হতে প্রতি বছর ১লা জুন সারাবিশ্বে একসাথে এই দিবস টি পালন করা হয়।