পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন ( ভিএস এ) এর উদ্যোগে বরিশালের বাবুগঞ্জের চাদপাশা ইউনিয়নে মেডিক্যাল ক্যাম্প সকাল ১০ টা শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে ।
বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ভেটেরিনারি ক্লিনিকের ইনচারজ ও মেডিসিন এন্ড সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ড দিব্যেন্দু বিশ্বাসের নেতৃত্বে একটি মেডিকেল টিম উক্ত ইউনিয়নের সাধারন মানুষের বিভিন্ন জাতের গবাদি প্রানী ( গরু ,ছাগল ,হাস মুরগী) বিনামূল্যে চিকিৎসা ও ওষধ প্রদান করা হয়। উক্ত মেডিকেল টিমের অন্যান্য সদস্য হলে মেডিসিন এন্ড সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আনিসুর রহমান , ড মোঃ লালমদ্দিন মোল্লা ।এছাড়া উপস্থিত আছেন চাদপাশা ইউনিয়নে চেয়ারম্যান মোঃমতিউর রহমান মতি ,ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন ( ভিএস এ) ভিপি মোঃরকিবুল ইসলাম রুবেল , সাংগঠনিক সম্পাদক মোঃশহিদুল ইসলাম , সালমা আক্তার ,তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইউসুফ আলী সহ অনুষদের ভেটেরিনারি মেডিসিন ডিগ্রীর শেষ বর্ষের সকল ছাত্র-ছাত্রী সহ প্রমুখ।