গরুর কাঁধের ত্বকে প্রদাহের ফলে সৃষ্ট ঘা ‘হাম্প সোর’ নামে পরিচিত। বাংলাদেশের গবাদিপশুতে এ রোগ খুবই সাধারণ ঘটনা।
রোগের কারণ
এক ধরনের কৃমিজনিত রোগ। Stephnofilaria assamensis নামক এক ধরনের কৃমির কারণে এ রোগ হয়।
রোগের লক্ষণ
০১. রোগের শুরুতে কাঁধে ছোট ছোট ফোস্কার ন্যায় ঘা দেখা যায়। যা ধীরে ধীরে বাড়তে থাকে।
০২. ঘা এর স্থানে প্রচন্ড চুলকানী হয় বলে পশু যে কোন শক্ত বস্তুর সাথে কাঁধ ঘসে।
০৩. ঘর্ষণের ফলে লাল রক্ত বা তরল নির্গত হয়।
০৪. ঘায়ের উপরের অংশে ক্যারোটিন জমে শক্ত হয়ে যায়।
০৫. ক্ষুধামন্দা দেখা যায়।
প্রতিরোধ
গবাদি পশুর ক্ষতস্থানে যাতে মাছি না বসতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে ক্ষতের চারপাশে তারপিন তেল লাগালে মাছির উপদ্রব কমে যাবে। ক্ষতস্থান পলিথিন বা পরিস্কার কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।
চিকিৎসা:
-ব্রড-স্প্রেক্ট্রাম অ্যান্টিবায়োটিক ইনজেকশন
-অ্যান্টিহিসটামিনিক ইনজেকশন
-অ্যান্টিবায়োটিক পাউডার