শিপিং ফিভার নিউমোনিয়া

শিপিং ফিভার নিউমোনিয়া একটি ধকল জনিত রোগ। ধকলের সময় শরীরে অবস্থিত অপকারী ব্যাকটেরিয়া সমূহ তাদের ক্ষতিকর প্রভাব বিস্তার করে, পাশাপাশি এ সময়ে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। এই অবস্থায় গবাদিপশুর নানা রকম রোগ-লক্ষণ যেমন জ্বর, মুখ দিয়ে লালা পড়া, পাতলা পায়খানা, শ্বাস কষ্ট প্রভৃতি লক্ষণ দেখা দেয়।


রোগের কারণ
ভ্রমণজনিত ক্লান্তি, অনাহার, অতিরিক্ত শীত বা গরম, পানীয় জলের অভাবে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বিপর্যস্ত হয়। এই সময় পাস্তুরেলা, হিমোফিলাস প্রভৃতি ব্যাকটেরিয়া এবং কখনও কখনও ভাইরাসের কারণে শিপিং ফিভার নিউমোনিয়া রোগ হয়। এছাড়া পরিবহনকালে যানবাহনের ধোঁয়া, ধুলা-বালি মিশ্রিত পরিবেশের কারনেও রোগ হয়।

লক্ষণ
০১. জ্বর
০২. নাক-মুখ দিয়ে লালা অথবা তরল পদার্থ নির্গত হয়
০৩. চোখ দিয়ে পানি পড়ে, চোখ রক্তবর্ণ ধারণ কর
০৪. শ্বাসকষ্ট
০৫. খাদ্য গ্রহণে অনীহা ইত্যাদি

প্রতিরোধ
০১. প্ররিবহনকালে গবাদি-পশুকে যথেষ্ট বিশ্রামের সুযোগ দিতে হবে এবং যথাযথ পরিমাণ খাদ্য ও পান করার জন্য পানি সরবরাহ করতে হবে
০২. প্ররিবহনকালে ভিন্ন ভিন্ন স্থানের পশু একসাথে প্ররিবহন করা উচিত নয়।
০৩. প্ররিবহনের শেষে উচ্চ খাদ্যমান যুক্ত খাবার ধাপে ধাপে প্রয়োগ করা উচিত।
০৪. প্ররিবহনকালে এবং প্ররিবহনের শেষে প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেল সরবরাহ করতে হবে।
০৫. ভ্যাকসিন বা টিকা প্রদানের প্রয়োজন হলে তা পরিবহণের ২-৩ সপ্তাহ আগে করা উচিত।

চিকিৎসা
-ব্রড-স্প্রেক্ট্রাম অ্যান্টিবায়োটিক ইনজেকশন
-স্টেরয়েড ইনজেকশন
-অ্যান্টিহিসটামিনিক ইনজেকশন
-ইলেকট্রলাইট পাউডার

লেখকঃ ডাঃ মোঃ নাহিদ হাসান

DVM, M.S in Pharmacology (BAU) E-mail: nahiddvm788@gmail.com

এটাও দেখতে পারেন

বিভিএ’র নবনির্বাচিত কমিটির বিগত এক মাসের অর্জন

এক মাস পূর্ণ করলো বিভিএ ২০১৭-২০১৮ কমিটি। কেমন ছিলো এই এক মাসের অগ্রযাত্রা ? কী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.