সুস্থ প্রাণীতে নিম্নলিখিত অবস্থাসমূহ বজায় থাকবেঃ
০১. প্রাণীর চলাফেরায় স্বাভাবিক অবস্থা বজায় থাকবে।
০২. প্রাণীটি তার পারিপার্শ্বিক অবস্থার প্রতি সজাগ থাকবে।
০৩. নাক, মুখ ও চোখ দিয়ে কোন প্রকার পদার্থ নিংসৃত হবে না।
০৪. নাক, মুখ ও চোখ পরিষ্কার পরিছন্ন থাকবে।
০৫. শরীরের পশম মসৃণ থাকবে।
০৬. খাওয়া দাওয়ায় স্বাভাবিক রুচি থাকবে।
০৮. নাকের অগ্রভাগে বিন্দু বিন্দু ঘাম জমা থাকবে।
০৯. কান ও লেজ নেড়ে মশা মাছি তাড়াবে।
১০. মল– মূত্র স্বাভাবিক হবে।
১১. গরু, ছাগল, ভেড়া, মহিষ ইত্যাদি প্রাণী খাওয়ার পরে জাবর কাটবে।
১২. শ্বাস-প্রশ্বাস ও নাড়ির স্পন্দন স্বাভাবিক থাকবে।
১৩. চোখের কনজাংটাইভা স্বাভাবিক থাকবে।
প্রাণী অসুস্থ হলে উপরে বর্ণিত সব কিছুরই ব্যতিক্রম হবে এবং অধিকাংশ সময় প্রাণী দল ছাড়া হয়ে থাকে।