পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ভেটেরিনারি ক্লিনিকে আজ একটি বাছুরের সফল আমব্লিক্যাল হার্নিয়া অপারেশন সম্পন্ন হয়েছে।
সকালে বাছুরের মালিক বাবুগঞ্জের মোঃ আব্দুল জব্বার বাছুরটিকে নিয়ে পবিপ্রবি ভেটেরিনারি ক্লিনিকে আসার পর ভেটেরিনারি ক্লিনিকের ইনচারজ ও মেডিসিন এন্ড সার্জারি বিভাগের সহকারি অধ্যাপক ড দিব্যেন্দু বিশ্বাস দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে উক্ত বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড মোঃ লালমদ্দিন মোল্লার উপস্থিতিতে এক মেডিকেল টিম উক্ত অপারেশন টি সম্পন্ন করেন।
উক্ত অপারেশনে বিশ্ববিদ্যালয়ের অত্র অনুষদের ৯ম সেমিস্টারের ছাত্র-ছাত্রী বৃন্দ উক্ত মেডিকেল টিম কে সহযোগিতা করেন।