২০২০ সালের মধ্যে দেশ হতে জলাতংক নির্মূলের লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনে (বিসিসি) ব্যাপক হারে কুকুরের টিকাদান কর্মসূচিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন ডিগ্রীর ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশন (ভিএস এ) এর ৭(সাত) সদস্যের একটি টিম ৪ দিন ব্যাপী এ কর্মসূচিতে অংশ গ্রহন করেন ।
অংশগ্রহণকারী সদস্যরা হলেন মোঃশামীম উদ্দিন আকন, মোঃমুস্তাফিজুর রহমান , মোঃফাহাদ হোসেন, মোঃ জেইসান ইসলাম, মোঃআরিফুর রহমান রায়হান , মোঃইসমাইল হোসেন ও অনুপ কুমার মন্ডল ।
এ উপলক্ষ্যে গত ৭ মে বরিশালের স্বাস্থ্য বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্র এ এর উপর একটি ACS Training কর্মসূচি অনুষ্ঠিত হয়।যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা মোঃমতিউর রহমান , প্রধান স্বাস্থ্য কর্মকর্তা , বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃএকরামুল করিম চোইধুরী, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা , বরিশাল ,সভাপতিত্ব করেন ডাঃবাসুদেব কুমার দাশ ,ডেপুটি সিভিল সার্জন ,বরিশাল । উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন সিডিসি’র কন্সালসেন্ট ডাঃ সোহেল রানা , ডাঃ কামরুল হাসান, ডাঃমোঃরাশেদ আলী ,ডাঃ মোঃমাহমুদ উল্লাহ , বরিশালের সকল উপজেলা প্রানিসম্পদ দপ্তরের ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট (ভিএফএ),দেশের বিভিন্ন জেলা হতে আগত দক্ষ কর্মী সহ প্রমুখ।
এরপর বিসিসি এলাকার ৩০ টি ওয়ার্ডে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে ৮-১১ তারিখ পর্যন্ত সকল ব্যক্তিগত/বেওয়ারিশ কুকুরের টিকাদান করা হয়।
সিডিসি’র কন্সালসেন্ট ডাঃমোঃরাশেদ আলী বলেন, “ সারা দেশেই আমাদের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে ,আমরা আশাবাদী আগামী ২০২০ সালের মধ্যে বাংলাদেশ হতে জলাতংক কে চিরতরে নির্মূল করা সম্ভব হবে”