বিশ্ব ভেটেরিনারি দিবস-এ কোথায় কী আয়োজন

আগামী ২৬ এপ্রিল বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট সংগঠন সমূহ নানা কর্মসূচী গ্রহণ করেছে। এবারের থীমঃ Animal Welfare । আসুন জেনে নিই কোথায় কিভাবে দিবসটি উদযাপিত হতে যাচ্ছে-


 

The Vet Executive :

সকাল ৯টাঃ জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে র‌্যালি

সকাল ১০টাঃ এনিম্যাল ওয়েলফেয়ার শীর্ষক সেমিনার স্থান- মুক্তিযোদ্ধা স্মৃতি অডিটোরিয়াম

বিকাল ৪টাঃ মুক্তিযোদ্ধা স্মৃতি অডিটোরিয়ামে ভেটেরিনারি সাংস্কৃতিক অনুষ্টান। অংশগ্রহণে ভেটেরিনারি সায়েন্স অন্তভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভেট সাংস্কৃতিককর্মীবৃন্দ

 WVD_program

 

 

চট্টগ্রাম ভেটে. ও এনি. সায়েন্স বিশ্ববিদ্যালয়ঃ

সকাল ১০টাঃ র‍্যালী

সকাল ১০:৩০টাঃ কনফারেন্স কক্ষে প্রফেসর ড. রাসেদুল আলম খানের ভেটেরিনারি দিবস উপলক্ষে বিশেষ প্রেজেন্টেশন ।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

WVD

 

পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ

১ম দিনঃ ২৬ শে এপ্রিল, শনিবার সকালে র‌্যালি, আলোচনা সভা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

২য় দিনঃ ২৭ এপ্রিল, রবিবার ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিভিন্ন গবাদি প্রাণির বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান

৩য় দিনঃ ২৮ এপ্রিল, সোমবার ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিভিন্ন গবাদি প্রাণির বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান এবং বিকাল ৫ টায় ক্যাম্পাসে বৃক্ষরোপন

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ঃ

আনন্দ র‌্যালী এবং সেমিনার

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ঃ

সকালে আনন্দ র‌্যালী এবং সেমিনার

 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ঃ

সকালে আনন্দ র‌্যালী এবং সেমিনার

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ

সকাল ৬টাঃ গবাদি প্রাণির বিনামূল্যে চিকিৎসা ও টিকা দান কর্মসূচী

দুপুর ২:৩০টাঃ র‌্যালী

বিকাল ৩:৩০টাঃ আলোচনা সভা এবং THE VET EXPRESS এর মোড়ক উন্মোচন

বিকাল ৪:৩০টাঃ আলোকচিত্র প্রদর্শণী (সার্জারী)

সন্ধ্যা ৭:৩০টাঃ চলচ্চিত্র প্রদর্শণী

 

World Veterinary Association (WVA) ২০০০ সাল থেকে প্রতি বছর এপ্রিল মাসের শেষ শনিবারকে বিশ্ব ভেটেরিনারি দিবস হিসেবে ঘোষণা করে।

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

প্রথমবারের মতো বাংলাদেশে অনলাইন গবাদি পশু শনাক্তকরণ এবং নিবন্ধন ব্যবস্থা চালুঃ জানা যাবে স্বাস্থ্য ও রোগের ইতিহাস

প্রাথমিকভাবে ৫০,০০০ পশু নিবন্ধিত হবে যা গ্রাহকদের পশুগুলোর স্বাস্থ্য ইতিহাস দেখার সুযোগ দিবে। প্রথমবারের মতো, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.