পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “বিশ্ব ভেটেরিনারি দিবস’২০১৪” উপলক্ষ্যে তিন দিনের বিশাল কর্মসূচি গ্রহন করা হয়েছে ।এবারের প্রতিপাদ্য বিষয় “Animal Welfare”.”বিশ্ব ভেটেরিনারি দিবস’২০১৪” উদযাপন কমিটির আহ্বায়ক ,্এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ও সহকারি অধ্যাপক ড.এ কে এম মোস্তফা আনোয়ার আমাদের জানান ,” এ বছর তিন দিনের এক কর্মসূচি গ্রহন করা হয়েছে যার মধ্যে ১ম দিনে ২৬ শে এপ্রিল রোজ শনিবার সকালে র্যালি, আলোচনা সভা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে ।
২য় দিন ২৭ এপ্রিলরোজ রবিবার ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিভিন্ন গবাদি প্রাণির বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হবে এবং ৩য় দিন রোজ সোমবার ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিভিন্ন গবাদি প্রাণির বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হবে এবং বিকাল ৫ টায় ক্যাম্পাসে বিভিন্ন জাতের গাছের চারা লাগানো হবে ”
এই অনুষ্ঠানটি আয়োজন করবে ভেটেরিনারি স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন ( ভি এসএ) . উল্লেখ্য ২০০০ সাল হতে প্রতি বছর এপ্রিল মাসের শেষ শনিবার সারা বিশ্বে এক সাথে এই দিবসটি পালিত হয়।