কালো সিরাজ কবুতর রোগ, সাহায্য প্রার্থী

আমার কালো সিরাজ কবুতর জোড়া কয়েকদিন আগে ডিম ফুটিয়েছিল একটা। কিন্তু প্রথম বাচ্চা ফোটার পর দূর্ভাগ্যবশতঃ বাচ্চাটি দ্বিতীয় দিনে নর কবুতরটির চাপায় মারা যায়। পরবর্তি ডিমটি আর ফোটায় নি। তার ২ দিন পর নর কবুতরটি কেমন যেন ঝিম হয়ে গেছে। উড়ছে না। হাঁটছে, তবে খুবই ধীর গতিতে। খাচ্ছে, তবে আসলেই খাচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না। ওজন কমেছে নর কবুতরটির। সপ্তাহ খানেক আগে ডায়রিয়া হয়েছিল, কিন্তু সবুজ ডায়রিয়া নয়, স্বচ্ছ পানির মত।


মতামত জানালে ভীষণ উপকৃত হব। ধন্যবাদ।

লেখকঃ shovonshuvo

এটাও দেখতে পারেন

The control of coccidiosis in poultry

Coccidiosis is still considered one of the main diseases affecting the performance of poultry reared …

১৪ মন্তব্য

  1. ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

    আপনি কবুতরগুলোকে সর্বশেষ কবে কৃমির ওষুধ খাইয়েছেন?

  2. তায়ফুর ভাই, আমার একটা মাদি সিরাজী কবুতরের ঠিক এই সমস্যা, ভিটামিন বি-কমপ্লেক্স খাওানোর পরিমান ও কৃমির ওষুধ খাওানোর পরিমানটা একটু সহজ ভাবে যদি বুঝিয়ে বলতেন তাহলে আমার ভীষণ উপকার হবে ভাই……প্লিজ ভাই একটু তারাতারি জবাব টুকু দিবেন….

  3. তায়ফুর ভাই,কবুতর ডিম 2ta jano ফোটায় ?মতামত জানালে ভীষণ উপকৃত হব। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.