আমার কালো সিরাজ কবুতর জোড়া কয়েকদিন আগে ডিম ফুটিয়েছিল একটা। কিন্তু প্রথম বাচ্চা ফোটার পর দূর্ভাগ্যবশতঃ বাচ্চাটি দ্বিতীয় দিনে নর কবুতরটির চাপায় মারা যায়। পরবর্তি ডিমটি আর ফোটায় নি। তার ২ দিন পর নর কবুতরটি কেমন যেন ঝিম হয়ে গেছে। উড়ছে না। হাঁটছে, তবে খুবই ধীর গতিতে। খাচ্ছে, তবে আসলেই খাচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না। ওজন কমেছে নর কবুতরটির। সপ্তাহ খানেক আগে ডায়রিয়া হয়েছিল, কিন্তু সবুজ ডায়রিয়া নয়, স্বচ্ছ পানির মত।
মতামত জানালে ভীষণ উপকৃত হব। ধন্যবাদ।
Vetsbd Livestock related only Bangla blog
আপনি কবুতরগুলোকে সর্বশেষ কবে কৃমির ওষুধ খাইয়েছেন?
ধন্যবাদ। কবুতর গুলো আমার কাছে আছে বিগত এক মাস যাবত। এখনো কৃমির ওষুধ খাওয়ানো হয়নি আমার কাছে থাকা অবস্থায়।
তাহলে প্রথমে ভিটামিন বি-কমপ্লেক্স খাওয়াতে পারেন। ৩ দিন ভিটামিন খাওয়ানোর পর কৃমির ওষুধ খাওয়াতে হবে।
কি পরিমান খাওয়াতে হবে?
স্যার আপনি তো উত্তর দিলেন না
2gm/L drinking water.
ধন্যবাদ স্যার। আমি চালিয়ে যাচ্ছি ওষুধ, ডেভেলপ করছে বলে মনে হচ্ছে।
আমার ও ৩ টা কবুতর আছে সিরাজী শুধু ঝিমায় থাকে
এখন কি করব
তায়ফুর ভাই, আমার একটা মাদি সিরাজী কবুতরের ঠিক এই সমস্যা, ভিটামিন বি-কমপ্লেক্স খাওানোর পরিমান ও কৃমির ওষুধ খাওানোর পরিমানটা একটু সহজ ভাবে যদি বুঝিয়ে বলতেন তাহলে আমার ভীষণ উপকার হবে ভাই……প্লিজ ভাই একটু তারাতারি জবাব টুকু দিবেন….
ভিটামিন বি-কমপ্লেক্সএর ডোজ তো এখানেই দেয়া আছে। ওটা আগে শুরু করুন।
কবুতরের ঝিমানো রোগের ঔষধ কি ভই
কবুতরের ঝিমানো রোগের ঔষধ কি
তায়ফুর ভাই,কবুতর ডিম 2ta jano ফোটায় ?মতামত জানালে ভীষণ উপকৃত হব। ধন্যবাদ।