আগামী ২৬ এপ্রিল বিশ্ব ভেটেরিনারি দিবস , আপনি কি আপনার সাফল্যগাঁথা নিয়ে রেডি?

আগামী ২৬ এপ্রিল বিশ্ব ভেটেরিনারি দিবস। ভেটেরিনারিয়ানদের প্রাণের দিবস। দিবসটিকে আরো প্রাণবন্ত করে তুলতে ভেটসবিডি এবার বিশেষ কিছু করতে চায়।


দিবসটিকে কেন্দ্র করে আমরা ভেটেরিনারিয়ানদের নানামুখি সফলতা ও তাঁদের অবদানের কথা প্রকাশ করতে চাই। কেউ হয়তো ব্যাক্তি উদ্যোগে গড়ে তুলেছেন Veterinary Pet Clinic, কিংবা দারুন ফলাফল করে জিতেছেন গোল্ড মেডেল, আবার ব্যাক বেঞ্চার ছাত্র হয়েও কর্মজীবনে গড়ে তুলেছেন ঈর্ষনীয় ক্যারিয়ার, অথবা আপনার নেতৃত্বেই আপনার প্রতিষ্ঠান ভেটেরিনারি সেকশনে রাখছে অনন্য অবদান , মেজর কোন অপারেশন করেছেন দারুন সফলতার সাথে, রিসার্চ করে খুঁজে পেয়েছেন অজানা কোন প্রশ্নের উত্তর- ঘটনা যাই হোক, আমরা চাই মানুষ জানুক আমরা সমাজে কি কি ভাবে অবদান রাখছি, আমরা চাই আপনার বা আপনাদের সাফল্য অন্যকেও জাগিয়ে তুলুক।

আর তাই আপনার ব্যক্তিগত বা আপনার প্রতিষ্ঠানের সাফল্যগাঁথা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে । ইমেইল করতে পারেন admin@vetsbd.com অথবা thevetsbd@gmail.com এই ঠিকানায়।

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

চালু হলো ভেটসবিডির ইংরেজি সংস্করণ

অনেকের অনুরোধে ভেটসবিডির ইংলিশ সংস্করণ চালু হলো। বর্তমানে এর পরীক্ষামূলক সংস্করণ চলছে। ঠিকানা: http://en.vetsbd.com ভেটেরিনারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.