পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে ভেটেরিনারি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন (ভি এস এ) এর পক্ষ হতে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ এর সকল ছাত্রছাত্রীদের বরন করে নেয়া হয়েছে ।
গতকাল সন্ধ্যায় অনুষদ এর কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র অনুষদের ডীন ড মোঃ আব্দুল মতিন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড এ কে এম মোস্তফা আনোয়ার , সহকারী প্রক্টর ডা মো এনামুল হক কায়েস , বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি –সাধারন সম্পাদক , বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি , বিভিন্ন বিভাগের শিক্ষক বৃন্দ , উক্ত এসোসিয়েশনের ভিপি মোঃ রকিবুল ইসলাম রুবেল সহ বিভিন্ন সেমিস্টারের ছাত্র-ছাত্রী বৃন্দ।
উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক ডা মিল্টন তালুকদার এবং সঞ্চালকের দায়ীত্ব পালন করেন উক্ত এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃমুস্তাফিজুর রহমান পাপ্পু।