পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন ডিগ্রির ৭ম ব্যাচের ৬ মাস ইন্টারশীপে গমনকারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
অনুষদীয় অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষদীয় ডীন ড মোঃ আব্দুল মতিন, সহকারী অধ্যাপক ডা মিল্টন তালুকদার, ড মোঃ রুহুল আমিন ,ড দিব্যেন্দু বিশ্বাস, ডা মোঃআনিসুর রহমান এস কে এফ ফারমাসিঊটিক্যাল এর কী প্রোডাক্ট ম্যানেজার ডা মোঃআরিফুল রাব্বী, গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার সেলিম আহমেদ , আর এস এম মাহমুদ আলম, ফিল্ড ম্যানেজার আবুল বাশার ,বিভিন্ন বিভাগের শিক্ষক বৃন্দ , ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশন(ভি এস এ) এর নেতৃবৃন্দ, ৭ম ব্যাচের ছাত্র-ছাত্রী বৃন্দ সহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন ডা মিল্টন তালুকদার।
উল্লেখ্য উক্ত অরিয়েন্টেশন প্রোগ্রামের সার্বিক আর্থিক সহায়তা করে এস কে এফ ফারমাসিঊটিক্যালস এর এনিমেল হেলথ ডিভিশন।