সামনেই বিভিএর নির্বাচন, ভোট দিতে চাইলে সদস্য তো হতেই হবে। বিভিএ নির্বাচন ২০১৪ সামনে রেখে ভোটার নিবন্ধন প্রক্রিয়া চলছে। বিভিএর সদস্য হলেই ভোটার হিসেবে নিবন্ধন পাবেন। তবে আগে যারা সদস্য হয়েছেন, কিন্তু তা নবায়ন করেননি তাদেরকে নির্দিষ্ট পরিমান ফি দিয়ে তা নবায়ন করতে হবে।
নতুন সদস্য হতে যা যা লাগবেঃ
- আপনার পাসপোর্ট সাইজের ছবি’র স্ক্যান কপি (width=240px height=300 px)
- আপনার স্বাক্ষরের স্ক্যান কপি (width=300px height=80 px)
- আপনার DVM ডিগ্রী’র মূল বা সাময়িক সনদের স্ক্যান কপি (width=800px height=1100 px)
- নিবন্ধন করার ফিঃ ২৩০ টাকা**।
পুরাতন নিবন্ধনকারীদের জন্য যা যা লাগবেঃ
- আপনার পাসপোর্ট সাইজের ছবি’র স্ক্যান কপি (width=240px height=300 px)
- আপনার স্বাক্ষরের স্ক্যান কপি (width=300px height=80 px)
- নির্বাচন ২ বছর পর হচ্ছে বিধায় দুই মেয়াদের জন্য নবায়ন ফি (২১৫x২) ৪৩০ টাকা**।
সময় ফুরাবার আগেই সদস্যপদ নিশ্চিত করুন।
টাকা পাঠাতে হবে ডাচ্ বাংলা ব্যাংক-এর মাধ্যমে, একাউন্ট নাম্বারঃ
Dr. Mohammad Taifur Rahman
Acc No.: 169.101.50339
!! ব্যালেন্স ট্রান্সফারের ক্ষেত্রে টাকা পাঠিয়ে আপনার একাউন্ট নম্বর অর্থাৎ যে একাউন্ট থেকে আপনি টাকা পাঠালেন, তা ফরমে উল্লেখ করতে হবে।
!!! উল্লেখিত একাউন্ট নাম্বারে সরাসরি টাকা জমা দিয়ে থাকলে আপনার একাউন্ট নাম্বারের ঘরে 169.101.50339 এই নম্বরটি উল্লেখ করুন।
** ৩০ টাকা সার্ভিস চার্জ। এছাড়া ফি জমা দেয়ার সময় ব্যাংক-এর সার্ভিস চার্জ প্রযোজ্য হতে পারে। ফরম পূরন সংক্রান্ত হেল্প লাইনঃ 01712 594915