ময়মনসিংহস্থ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের লেভেল-৪ সেমিস্টার-১ এর Small, Zoo and Lab Animal Medicine Tour এর বাস গতকাল শুক্রবার সাভারে সড়ক দুর্ঘটনায় পতিত হয়েছে। এতে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে রয়েছে আজমেরি, টিটু, মসিউর বাসার, পলাশ ও দিপক। আহতদের তাৎক্ষণিকভাবে সাভার CMH-এ ভর্তি করা হয় এবং মসিউর বাসারকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। মসিউর বাসারের বাম হাত মারাত্মকভাবে থেতলে যায় এবং হাতের কনুই-এ গুরুতর আঘাত লাগে। তার ডান হাতও মারাত্মক জখম হয়েছে বলে জানা গেছে ।
আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান অনুষদের ডীন প্রফেসর ড. গোলাম শাহী আলম, প্রফেসর ড. মোঃ মোশাররফ উদ্দীন ভূঞা, প্রফেসর ড. মোঃ সিদ্দিকুর রহমান, সহযোগী প্রফেসর ড. নাসরীন সুলতানা জুয়েনা, বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের যুগ্ম মহাসচিব ড. মোঃ হাবিবুর রহমান মোল্লা প্রমুখ।
সর্বশেষ অবস্থা জানতে চাইলে হাবিবুর রহমান মোল্লা বলেন, মসিউর বাসারের বাম হাতের মাংসপেশী থেতলে যাওয়ায় এখনই প্লাস্টার করা যাচ্ছে না, তাই আগে মাংসপেশীর চিকিৎসা দেয়া হচ্ছে, এর পর বাকি চিকিৎসা শুরু করা হবে। বাকিরা আশঙ্কা মুক্ত বলেও তিনি জানান। আজ শনিবার বিকেলে তিনি আবারো আহতদের দেখতে যাবেন বলে জানিয়েছেন।
এদিকে দূর্ঘটনা সম্পর্কে ছাত্রদের বরাত দিয়ে তিনি জানান, ছাত্ররা সাভারস্থ বাংলাদেশ সেনাবাহিনীর Dog Squad পরিদর্শন শেষে চিড়িয়াখানার উদ্দেশ্যে রওয়ানা করে। সফরের দুটি বাসের প্রথমটিতে দুপুর পৌনে ১টার দিকে কয়েকজন ছাত্র জুম’আর নামাজের জন্য গাড়ী থামাতে বলে, কিন্তু ছাত্রদের কেউ কেউ বলে চিড়িয়ানায় পৌছে নামায আদায় করবে-এ নিয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে হঠাৎ গাড়ীটি সাইড করতে গেলে পেছনে থাকা অন্য একটি বাস সফরের বাসটিকে ধাক্কা দিলে দূর্ঘটনাটি ঘটে। সফরের অন্য বাসটি প্রথম বাসটি থেকে বেশ খানিকটা পেছনে ছিল।