পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশালের বাবুগঞ্জস্থ এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে ভেটেরিনারি ছাত্র সমিতির ২৩ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি(ভিপি) নির্বাচিত হয়েছেন ৮ম সেমিস্টারের ছাত্র মো:রাকিবুল ইসলাম রুবেল এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র মো:মুস্তাফিজুর রহমান পাপ্পু।কমিটিতে গঠনতন্ত্র অনুসারে সভাপতি হয়েছেন অত্র অনুষদের শিক্ষক ডা মিল্টন তালুকদার। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো: রিয়াজ আল মাহমুদ সুব্রত শিকদার ,সালমা আক্তার, যুগ্ম সাধারন সম্পাদক – মো: মহসিন সিকদার, মো: সাব্বির হোসেন, সৈকত সরকার রাহুল সাংগঠনিক সম্পাদক আরাফাতুল ইসলাম শশী, মো:শহিদুল ইসলাম, মো:আলিফ উজ জামান সেতু ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: খালিদ হাসান রেজা ,দপ্তর সম্পাদক : সুজয় কীর্তনিয়া কোষাধ্যাক্ষ: মো: আল ইমরান খান তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : মো:ইউসুফ আলী সদস্য সৌরভ মল্লিক, মো: নাহিয়ান আল ফয়সাল (তানিম),কে এম জসিম উদ্দীন,রাজীব নন্দী, অনুপ কুমার মন্ডল,এ বি এম জুনায়েদ রহমান,শম্পা রাণী দাস ।
কমিটি ঘোষণা করেন মাইক্রোবায়োলজি বিভাগের সহকারি অধ্যাপক ড.এ কে এম মোস্তফা আনোয়ার ।
কমিটি ঘোষণা সভায় উপস্থিত ছিলেন সকল বিভাগের শিক্ষকবৃন্দ ,বিভিন্ন সেমিস্টারের ছাত্র-ছাত্রীবৃন্দ ,সাবেক কমিটির ভিপি ,জিএস সহ প্রমুখ।
বিষয়বস্তুএনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের (বরিশাল ক্যাম্পাস) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি ছাত্র সমিতি
এটাও দেখতে পারেন
মিশন র্যাবিসে অংশ নিতে ভারতে সিভাসু শিক্ষার্থী
যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা ‘Mission Rabies’ এর আমন্ত্রণে Education campaign program এ অংশ নিতে ৮ …