প্রাণিসম্পদ অধিদপ্তরের নব নিযুক্ত মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা ডা মোঃ শহিদুল ইসলামের সাথে প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে ফুলেল শুভেচ্ছাসহ মত বিনিময় করেছেন বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিভিএসএফ) । এ সময় আরো উপস্থিত ছিলেন পরিচালক ( প্রশাসন ও প্রাণিসাস্থ্য) পদে নব –নিযুক্ত বীর মুক্তিযোদ্ধা ডা মোঃমোজাম্মেল হক সিদ্দিকী ,পরিচালক(সম্প্রসারন) ডা মলয় শংকর দা , দি ভেট এক্সিকিউটিভ এর সভাপতি ডা হুমায়ুন আরেফিন, সাধারন সম্পাদক ড মোঃহাবিবুর রহমান মোল্লা( কেন্দ্রীয় কৃষক লীগের মৎস্য ও প্রানীসম্পদ সম্পাদক), বাংলাদেশ ভেটেরিনারি এ্যাসোসিয়েশন (বিভিএ) এর মহাসচিব ডা মোঃ বেলাল আহমেদ জেলা ভেটেরিনারি সার্জন কল্যান সমিতির প্রেসিডেন্ট ডাঃ বলরাম কুমার রায় , সাধারন সম্পাদক ডাঃ বাহাদুর খাঁন, বিভিএসএফ প্রেসিডেন্ট কিশোর রায়, ভিপি ডাঃ শামীমা নাসরিন প্রিয়া, ভিপি মাসুমা পারভেজ, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, হাবিবুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক মাঈন ুদ্দিন রূবেল, শেকৃবি থেকে ভিপি নাহিদ সহ অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানে মাননীয় মহাপরিচালকের কাছে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিভিএসএফ) এর পক্ষ হতে বিভিন্ন দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয় যা পাঠ করেন পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ছাত্র সমিতির সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় বিভিএস এফ এর যুগ্ম –সাধারন সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান পাপ্পু উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিভিএসএফ) কেন্দ্রীয় কমিটি , দি ভেট এক্সিকিউটিভ ,জেলা ভেটেরিনারি সার্জন কল্যান সমিতি এর পক্ষ হতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উক্ত অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেন বিভিএস এফ এর সাধারন সম্পাদক মোঃমানিকুজ্জামান মানিক এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভিস এফ এর সভাপতি কিশোর রায়। –
বিষয়বস্তুপটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের নব নিযুক্ত মহাপরিচালক বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি
এটাও দেখতে পারেন
প্রথমবারের মতো বাংলাদেশে অনলাইন গবাদি পশু শনাক্তকরণ এবং নিবন্ধন ব্যবস্থা চালুঃ জানা যাবে স্বাস্থ্য ও রোগের ইতিহাস
প্রাথমিকভাবে ৫০,০০০ পশু নিবন্ধিত হবে যা গ্রাহকদের পশুগুলোর স্বাস্থ্য ইতিহাস দেখার সুযোগ দিবে। প্রথমবারের মতো, …