পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ৮ম সেমিস্টারের তরুন ভেট চিকিৎসকগণ কৃত্রিম প্রজননের উপর প্রশিক্ষণ গ্রহন করেছেন।
আজ সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলাধীন রহমতপুরের উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে এ প্রশিক্ষন কর্মসূচি পরিচালিত হয়।
কর্মসূচীটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের অত্র অনুষদের মেডিসিন এন্ড সার্জারি বিভাগের সহকারি অধ্যাপক গাইনি বিশেষজ্ঞ ড দিব্যেন্দু বিশ্বাস, আরো উপস্থিত ছিলেন অত্র বিভাগের চেয়ারম্যান ড মোঃলালমদ্দিন মিয়া , উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃকনিকা রানী সহ প্রমুখ।
প্রশিক্ষন সম্পর্কে ৮ম সেমিস্টারের ছাত্র মোঃইউসুফ আলি বলেন, “ আমরা ক্লাসে কৃত্রিম প্রজননের উপর স্যারের লেকচার শুনেছি ,আজ হাতে কলমে এ এই যন্ত্র /কীট দেখে অনেক কিছু ভালোভাবে শিখলাম”
আরেক শিক্ষার্থী দীপা রানী পাল বলেন, “ আজকের এই প্রশিক্ষন আমাদের ভবিষ্যত জীবনে অনেক কাজে লাগবে”
ড দিব্যেন্দু বলেন, “ দেশে সরকারী ভাবে একমাত্র ঢাকার সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার এ ফ্রোজেন সিমেন পাওয়া যায় যা দিয়ে সারা দেশের সকল গাভীদের কৃত্রিম প্রজনন করা হয় , এছাড়া বে-সরকারি পর্যায়ে ব্রাক ময়মনসিংহের শম্ভুগঞ্জে তরল সিমেন পাওয়া যায়”
এ ধরনের ট্রেনিং আরো বেশি বেশি হওয়া দরকার, কেননা, সঠিক প্রশিক্ষণই একজন ভেটেরিনািরয়ানকে দক্ষ হতে সাহায্য করতে পারে। ট্রেনিং আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।