আমরা অনেকেই ভাবী, নিজের পেশার জন্য, নিজের পেশার মানুষগুলোর জন্য কিছু একটা করবো। আপনিও কি ভাবেননি? নিশ্চই ভেবেছেন। আমরাও ভেটসবিডির মাধ্যমে ভেটেরিনারিয়ানদের জন্য ছোট্ট করে হলেও যতটা পারছি অবদান রাখার চেষ্টা করছি। যে অবস্থা তাতে আমাদেরকে আমাদের অবস্থা ফেরাতে, আমাদের ভ্যাগ্যটাকে নতুন করে লিখতে প্রতিনিয়ত সংগ্রাম করে যেতে হচ্ছে। সংগ্রামের জন্য চাই সংগ্রামী মানুষ। ভেটসবিডি খুঁজছে সেরকম সংগ্রামী একজন ভেটেরিনারিয়ান। আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে জেনেছি, আমাদের অনেক ভেটেরিনারিয়ানই জানে না, আমাদের কোথায় কোথায় চাকরীর ক্ষেত্র আছে। থাকলেও আমরা অনেকেই জানি না সেই ক্ষেত্রগুলো কেমন, কি তাদের অর্গানাইজেশনাল সিস্টেম, বেতনই বা কত, কিংবা সেখানে নিয়োগেরই বা কি সিস্টেম। ফলে মন-মতো চাকরি না পেয়ে অনেকেই কিছুটা হলেও হতাশায় নিমজ্জিত হয়ে পড়ি। সেইসব নতুন বা পুরাতন ভেটেরিনারিয়ান যারা নিজেকে নিজের যোগ্যতম আসনে বসাতে চান, কাজ করতে চান নিজের প্রফেশনকে একটা উচ্চতম আসনে বসাতে তাদের জন্য ভেটসবিডি কিছু করতে চায়। মানে কোথায় কোন চাকরীর সুযোগ তৈরি হচ্ছে, কোন কাজের কেমন পরিবেশ ইত্যাদি নানা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চায়। কিন্তু তার জন্য চাই একজন নিবেদিত প্রাণ ভেটেরিনারিয়ান। আমার চাকরি সংক্রান্ত ব্যস্ততার কারনে ভেটসবিডির ক্যারিয়ার পাতায় নিয়মিত চাকরীর খোঁজ-খবর নিয়ে আপডেট দিতে পারি না। তাই ক্যারিয়ার পাতার জন্য আমরা একজন এডিটর খুঁজছি। ভেটসবিডি যেহেতু কোন লাভজনক প্রতিষ্ঠান নয় তাই তাঁকে এই মুহুর্তে কোন সম্মানী দিতে পারছি না। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে হবে। তবে ঐ পাতায় এডিটর হিসেবে তার নাম আমরা প্রকাশ করবো।
এডিটরের কাজ তেমন বেশি হবে না- নিয়মিত কাজের ক্ষেত্রে প্রতিদিন না হলেও অন্তত একদিন পরপর চাকরির বিজ্ঞাপনদাতা সাইটগুলো ভিজিট করে ভেটেরিনারিয়ানদের জন্য প্রযোজ্য চাকরীর বিজ্ঞাপনগুলো প্রকাশ করা। এটিই হবে মূল কাজ। আর সাথে মাঝে মধ্যে নিচের কয়েকটি কাজ করতে হবেঃ
১। কাজের ক্ষেত্রে সফল ভেটেরিনারিয়ানদের নিয়ে সাকসেস স্টোরি তৈরি করা ও তা প্রকাশ করা,
২। ক্যারিয়ার সংক্রান্ত অন্যান্য বিষয়ে তথ্য যেমন কিভাবে কোন ধরনের CV তৈরি করতে হয়, কিভাবে কভার লেটার তৈরি করতে হয়, কিভাবে নিজেকে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত করা যায় ইত্যাদি বিষয়ক আর্টিকেল প্রকাশ করা ইত্যাদি।
ব্যাস, এই পর্যন্তই তার কাছে চাওয়া।
এই কাজগুলো কিভাবে করতে হয় তা অতটা না জানলেও আপাতত চলবে, আমরা শিখিয়ে নেব। আমাদের দরকার কাজটির প্রতি প্রচন্ড আগ্রহ থাকাটা।
ভেটেরিনারিয়ানদের জন্য এতটুকু করার আগ্রহ থাকলে ভেটসবিডির যোগাযোগ পাতাটি ব্যবহার করে তোমার নাম, কিসে পড়ছো বা এখন কি করছ, আর তোমার মোবাইল নম্বর আমাদেরকে জানিয়ে দাও, আমরাই তোমার সাথে যোগাযোগ করবো।
বিষয়বস্তুএডিটর ক্যারিয়ার নিয়োগ
এটাও দেখতে পারেন
বিভিএ’র নবনির্বাচিত কমিটির বিগত এক মাসের অর্জন
এক মাস পূর্ণ করলো বিভিএ ২০১৭-২০১৮ কমিটি। কেমন ছিলো এই এক মাসের অগ্রযাত্রা ? কী …
ভেটেরিনারিয়ান এমন কাউকে পাওয়া যাবে বলে মনে হয় না। এরকম উদারমনা ভেট খুবই দূর্লভ যে নিজের খেয়ে বনের মোষ তাড়াতে আসবে।
আগে আমিতো একা কাজটা করেছি, আর এখন যদি দুজন মিলে করতে পারি, তবেতো আগের চেয়ে আরেকটু বেশি তাড়াতাড়ি আপডেট দেয়া যাবে। একজনও কি সাহায্যকারী পাওয়া যাবে না? অবশ্য ইতিমধ্যেই একজন যোগাযোগ করেছে, আগ্রহ দেখিয়েছে, তবে সে ভেটেরিনারিয়ান নয়।
ভাই আমি করতে পারি । এটা আপনার ইচ্ছা। এই অল্প জীবনে ভেট এর উন্নয়নে কাজ করে যেতে চাই
অভিনন্দন পাপ্পু, আমরা আমাদের উন্নয়নে এগিয়ে আসি না বলেই তো আমাদের নিজেদের উন্নতি হয় না। ব্যাক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদেরকে কাজ করে যেতে হবে। আবারও তোমাকে ধন্যবাদ, দেখি আরো কেউ এগিয়ে আসে কি না.. অপেক্ষায় রইলাম। নাজমুল হোসেনের মন্তব্য মিথ্যা প্রমাণিত হোক।
অপেক্ষায় থাকলাম ভাই , দেখি কে কে সাড়া দেই
রেডি থাকো, খুব শীঘ্রই যোগাযোগ করা হবে।