পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরু হয়েছে।
ইতিমধ্যে বিভিন্ন সেমিস্টারের ছাত্র-ছাত্রীরা হল ত্যাগ করেছেন । দেশের বর্তমান পরিস্থিতিতে অনেকেই ছুটি শুরু হওয়ার আগেই ক্যাম্পাস ত্যাগ করেছেন। তবে বিদেশি শিক্ষার্থীদের একটু দুশ্চিন্তায় পড়তে হয়েছে। এ বিষয়ে নেপালি ছাত্র সুমিত সিং বলেন, “ ছুটি মাত্র অল্পকয়েকদিন, বাংলাদেশের যে অবস্থা দেশে(নেপাল) যাব কিভাবে আর আসবোই বা কিভাবে ?” এদিকে DVM, Level-1, Semestar-2 এর ১৮ ডিসেম্বরের Biostatistics-2 ফাইনাল পরীক্ষাটি আগামী ২০ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২০ ডিসেম্বর থেকে ক্যাম্পাসে শীতের ছুটি শুরু হয়ে যাওয়ায় অবরোধের কারনে দূরের ও বিদেশী ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে পরীক্ষাটি বন্ধ করা হয়েছে । ক্যাম্পাস খোলার পরে কোন একদিন তারিখ ফিস্কড করে পরীক্ষাটি নিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন বেসিক সায়েন্স ডিপার্টমেন্ট এর প্রধান ড মামুন-অর-রশীদ । তবে এর জন্য ছাত্রছাত্রীদের ৩য় সেমিস্টারের ক্লাশ শুরু করা নিয়ে কোন সমস্যা হবে না ও কোন জটের সৃষ্টি হবেনা ,যথা সময়েই ৩য় সেমিস্টারের ক্লাশ শুরু হবে বলে জানিয়েছেন এনিমেল সায়েন্স ও ভেটেরিনারী মেডেসিন ফ্যাকাল্টির ডিন ড আব্দুল মতিন ।।
উল্লেখ্য এই ছুটি চলবে আগামী ২৮ডিসেম্বর পর্যন্ত।