যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে পবিপ্রবির দুমকী ক্যাম্পাস ও বরিশালের বাবুগঞ্জ ক্যাম্পাসে নানা কর্মসূচি গ্রহন করা হয় । কর্মসূচির শুরুতে সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরন্ করা হয়। এর পর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এর পর কালো ব্যাচ ধারন করা হয় ।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের হল প্রভোস্ট ড স্বপন কুমার ফৌজদার , সহকারী প্রক্টর মোঃশাহবুবুল আলম , ডা মো এনামুল হক কায়েস সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ , শিক্ষার্থীবৃন্দ ,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ প্রমুখ। এছাড়া বিকালে বাদ আছর কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে বিশ্বস্ত সূত্রে জানা যায়।