অবশেষে চলেই গেলেন সিলভিয়া হোসেন!!

একমাত্র সন্তানকে মাতৃহীন করে আত্মীয় পরিজন সবাইকে এক সমুদ্র বেদনায় ভাসিয়ে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন সিলভিয়া হোসেন। (ইন্না লিল্লাহে… রাজিউন) ক্যান্সার নামক ভয়ঙ্কর প্রতিপক্ষের সাথে রাত-দিনে এক করে যে যুদ্ধ করলেন সিলভিয়া, হিম শীতল মৃত্যু এসে তাকে সে যুদ্ধে পরাজিত করে কলিজার টুকরোর সাথে সমস্ত বন্ধন ছিন্ন করে নিয়ে যায় দূর অজানায়। ছোট্ট শিশুটি এরপর শুধু এদিক ওদিক খুঁজবে, কিন্তু তার মা যে আর কোনদিনই ফিরবে না, আর কোন দিন কোলে তুলে নেবে না…। তিনি দূরারোগ্য Astrocytoma (brain cancer) -এ ভুগছিলেন দীর্ঘদিন ধরে (২০১১ সাল থেকে)। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। আজ বাদ এশা তাঁর দাফন কার্যাদি শেষ হয়।


সিলভিয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ -এ ভেটেরিনারি সায়েন্স ফ্যাকাল্টির ২০০১-০২ সেশনের ছাত্রী ছিলেন।

নিয়তী রড়ই রহস্যময়ী, তাঁর স্বামী মামুনেরও যে Non-Hidgkins Lymphoma-সেই ২০০৯ সাল থেকে, তবে তিনি এখন বেশ সুস্থই আছেন বলে জানা যায়।

একমাত্র সন্তান ও স্বামীর সাথে এক সুখময় মুহুর্ত
একমাত্র সন্তান ও স্বামীর সাথে এক সুখময় মুহুর্ত

 

আদরের ধন নয়নমনি
আদরের ধন নয়নমনি
578758_462599600437695_1174148372_n
কোন ক্যাপশনে কি এমন ছবির বর্ণনা পূর্নতা পায়?

ছবিঃ ফেইসবুক থেকে

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

প্রথমবারের মতো বাংলাদেশে অনলাইন গবাদি পশু শনাক্তকরণ এবং নিবন্ধন ব্যবস্থা চালুঃ জানা যাবে স্বাস্থ্য ও রোগের ইতিহাস

প্রাথমিকভাবে ৫০,০০০ পশু নিবন্ধিত হবে যা গ্রাহকদের পশুগুলোর স্বাস্থ্য ইতিহাস দেখার সুযোগ দিবে। প্রথমবারের মতো, …

৪ মন্তব্য

  1. Praying for the departed soul.
    Details in respects of permanent address, present position, year of graduation etc of the couple would help to recognize.

  2. May Allah allow the departed soul with Jannah and protect her husband and the baby.

  3. মোঃ মুস্তাফিজুর রহমান পাপ্পু

    উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, এই অবুঝ শিশুটি তার মায়ের আদর হতে বঞ্চিত হল । মায়ের স্নেহ না পেলে কোন মানুষের জীবন ভালো ভাবে গড়ে ওঠে না । মা হচ্ছে পৃথিবীর ও সৃষ্টিকর্তার সেরা দান ।

  4. Dear sir

    Please check the details in the following. You may contact with Mamun 01712 94 44 04

    Sylvi and Mamun

    Year of Graduation- DVM (2006)- Semester 1st Batch

    Address-

    Sylvi- Mymensingh

    Mamun- Norshingdi (settled in Dhaka)

    Job-

    Mamun- Assist. Revenue Officer

    Sylvi- Officer (Probably in Krishi Bank)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.